ড্রীমগার্ল ও ড্রীমল্যান্ড (কন্টিনিউড)

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: বুধ, ০৮/০৮/২০০৭ - ৪:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পেগ শব্দটি ডেগ দ্বারা রিপ্লেসিত হয়ে উধাও হয়ে যায় আলাদীনের আশ্চর্য চেরাগ নিঃসৃত ঘোলাটে বায়ুতে। নাসিকা রন্ধ্রঃ বিদীর্ণ করে ফুসফুসের কোনা-খামচি, হৃদয়ের উপরি-খুপড়িতে ঢুশাঢুশি করে শেষমেষ গিয়ে ঘর বাধে মস্তিষ্কের জটিল সব কুঠুরীর মাঝে। ওস্তাদ রবি শংকর জিন্দা হয়ে পন্ডিত বিসমিল্লাহ খানের সঙ্গে যুগলগন্দীতে মেতে ওঠেন। বাহবা দেবার আর কেই বা আছে আমাকে ছাড়া। বহোত খুব, বহোত খুব চেঁচিয়ে গলা ভাঙার আগেই ভোকাল কর্ড জানান দেয়, "মামা আর উচায় স্কেল নিওনা, অক্কা পাইয়া ওঁয়া ওঁয়া করবো"! মুখটারে টেরাবেকা করে, পাঁচকে পরাজিত করে 'ঙ' রঙ ধারণ করে খিস্তি খেউর শুরু করি জগতসংসারের সকল প্রাণীর শান্তির উদ্দেশ্যে। 'এন্টশুলডিগুং' শুনে পাশ ফিরলে বুঝতে পারি কোন এক সবুজাক্ষী ললনা আমারই শুভ চিন্তায় সদর রাস্তা থেকে পদচলা পথের দিশা দেখিয়ে দিচ্ছে।
যাহ্ ছালা, কামডা কী হইলো!


মন্তব্য

এস্কিমো এর ছবি

তাইতো, এইটা কি হলো?

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

হাসান মোরশেদ এর ছবি

কিয়ের পেগ?
ভদকা উইথ ব্ল্যাককারেন্ট এন্ড লেমোনেড?

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধুসর গোধূলি এর ছবি

- দাদা, আমি পাগলা পানি খাইনা তো। আর আপনে মিয়া এই রেসিপিটা কয়েকটা দিন আগে দিলে কী হইতো? খালি ভেজাল বানায় রে!
_________________________________
<সযতনে বেখেয়াল>

রেজওয়ান এর ছবি

আবারও সবুজাক্ষী? যুগলবন্দী জারী থাকুক...

------------------------------------
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

ঝরাপাতা এর ছবি

কামডা কি হইলো?


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

যাব্বাড়া!! বদ্দার ভুত ভর করলো কিভাবে?


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- শালা, গাঞ্জা সেবন পূর্বক খানিক আগাছাচর্চা করিবো উহাতেও পাবলিক আমার নেহায়েত ঠান্ডা-সিধা বদ্দাচলরে টাইনা নিয়া আহে। কই যামু হালায়?
_________________________________
<সযতনে বেখেয়াল>

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।