সাঁতার-সাথিয়া - আটকে থাকুন আটে

দিবাকর সরকার এর ছবি
লিখেছেন দিবাকর সরকার [অতিথি] (তারিখ: সোম, ১৮/০৮/২০০৮ - ১১:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফেল্‌‌পস, কী করছেন কী মশাই, যখনই জলে নামেন, তখনই জলকে এফোঁড়-ওফোঁড় করে সোনা জেতেন। ব্যাপারটা কী বলুন তো? ছোটোবেলা থেকে শুনে আসছি, হারা-জেতা আসল নয়, অলিম্পিকে অংশগ্রহণ করাটাই মুখ্য। এখন তো দেখছি, অলিম্পিক-এর শ্লোগানটা আপনার ক্ষেত্রে এক্কেবারেই প্রযোজ্য নয়। আপনার ক্ষেত্রে তো সোনা জেতাই মুখ্য। বিশ্বরেকর্ড করাই মুখ্য।

তার ওপর গত কাল একটি বেসরকারি টিভি চ্যানেলে আপনার খাওয়ার লিস্টি দেখে হতবাক। খাওয়াতেও আপনি যে ফ্রি স্টাইল-এ বিশ্বাসী, তা তো জানা ছিল না! সারাদিনের চর্ব্যচুষ্যর মধ্যে আটখানা ডিমের অমলেট আর প্রায় কিলোখানেক চিজের মধ্যে ডুবসাঁতার দেন! উরিব্বাপ্‌‌স!!!!!!

ও মশাই, বয়েস তো তেইশ। খাওয়া কমাতে বলছি না। কিন্তু একটু রয়েসয়ে ভাই। সামনের দিনগুলোয় অন্যান্য ইভেন্টেও অংশগ্রহণ করে সোনাগুলো গিলতে হবে তো নাকি!

খাদ্যরসিক ইউলিসেসের দুর্বার জলযাত্রার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

যার কেউ নাই, তার ভগবান আছে।
এবার অলিম্পিকে আমরিকার হইছে এক দশা। ফেলপস ছাড়া আর কেউ নাই বললেই চলে। সাঁতারের সোনাগুলো বাদ দিলে আর সোনা থাকে কিনা, তা হারিকেন জ্বালায়ে খুঁজতে হবে।

এইদিকে আবার আমেরিকান মিডিয়া নতুন এক সিস্টেম চালু করছে। সোনার কম্পটিশনে আশা নাই দেইখা মোট মেডেল কাউন্টে তাদের পজিশন ১ দেখানো। তাতেও অবশ্য কুলকিনারা হচ্ছে না। এই মুহূর্তে ৩৯টা সোনাসহ ৬৭টা মেডেল চীনের, আমেরিকারও ১৯ খান সোনা নিয়া ৬৭ মেডেল। অবশ্য চায়না একটু আগে টেবিল টেনিসে যে গোলড জিতলো, সেইডা নিয়া ৪০টা হওয়ার কথা।

ফেলপসের ডিম খাওয়া ১৬টা করতে হবে। নেক্সট অলিম্পিকে শুধু সাঁতার না, দৌড় থেকে শুরু কইরা জিমন্যাস্টিক, লং জাম্প, হ্যামার নিক্ষেপেও আমেরিকার ফেলপসকে দরকার হবে।

আচ্ছা, এবারের মত ফেলপসের ইভেন্ট শেষ না?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কনফুসিয়াস এর ছবি

সত্যিই এতো খায় নাকি?
ভাল কথা জানাইলেন, বউরে পড়াইতে হবে।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মনজুরাউল এর ছবি

এই 'ব্রজেনদাশ ' কে জিমন্যাস্টিকে নামিয়ে দিলে কেমন হয় ?

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খবরে শুনতেছিলাম। খেলোয়াড়দের মেটাবলিজম বেশী বলে খাইয়া পার পায়া যায়। তবে তারা খেলা বন্ধ করলে নাকি খাবার চাহিদাও দ্রুত কমে যাবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।