সচল পট!

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: শুক্র, ১১/০৭/২০০৮ - ৯:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গুড়গুড়ি হুক্কা পেচের নই
হুনেন একটা কিচ্চা কই।
সৈয়দ আখতারুজ্জামান আর স্পর্শ
দুই অচলরে দিয়া
সচল করতে লেহাইছে এত্ত লেহা!
সচল অইয়া হের ঠেলায় জ্বর উইট্টা
ঘুমাইতাছে খেতা মুরি দিয়া।
জুলিয়ান সিদ্দিকী কয় দুঃখের কতা;
লেখার , সংকট পরিবার নিয়া!
ব্যাক্তিগত কতাদিয়া দিয়া পোস্টাইছিল নুশেরা আপা
সাকা- ফাকার কতা বইল্যা তিনি গেছেন অচল অইয়া।
জুলিয়ান, ভাই আমনেরে কই, সান্তনা দিয়া
বউ রইছে ঘুমাইয়া, হেই ফাঁকে কতা হুনেন মন দিয়া।
বড় ভাই আর বোন করছে বিয়া
আমাগো পছন্দের পাত্রী-পাত্র নিয়া।
ভাতিজীরে কিন্না দিছিলাম
হারমোনি একটা
হেইডা ভাইঙ্গা চুলায় দিয়া
ভাতিজী ভাগছে ভাগ্নারে নিয়া।
ছোড ভাই কয়; টেহা দে ভাই
বাঙ্গালোর থেইক্যা প্রোগ্রামিং হিক্কা আই।
দেশের থেইক্যা খবর আইছে; বাপে গেছেগা মইরা
দেশে গেছি চল্লিশার লাইগ্যা
বড় ভাই কয় জইল্যায় মরছে
খানা দিছে গরু একটা কাইট্টা।
তুই আইছত বিদেশ থেইক্যা
গায়ের মানুষ বেবাকেরে না খাওয়াইলে
থাকেনা ইজ্জতটা।
আমি গেছি, ছোড ভাই আইছে
হেই খবর হুইন্না।
কাইন্দা কয়; তর টেহা দিয়া
ববিরে করছি বিয়া বাঙ্গালোর না গিয়া।
আমি কই, বালা অইছে থাহ বইয়া
গোলাম হইয়া গাইডের টেকা দিয়া।
সচলের পাতা খুইল্যা পড়লাম একটা লেখা
পরতিক্রিয়া জানাইলাম একটা পোস্ট দিয়া
বউ কয়, তুমি থাহ সচলের দিকে চাইয়া
যাইগা আমি কার লগে ভাইগ্যা।
আরো কারো মনে লয় এমনই অবস্থা
অনু পরমানু গল্প দেইখ্যা মনে অয়
ঘটনা সব একটা।
ডিসির ( ডিস ক্লিনার) কাম করি
দিনে বার ঘন্টা
বউয়ের ফুট-ফরমাইশ, নাওয়া-খাওয়া,
(হাগা-মুতার কথা না হয় দিলাম বাদ দিয়া)
বাকী সময় থাকি ব্লগ নিয়া
লেহি কেম্বায় লম্বা লেহা!
হের লাইগ্যা এক বইডায় লেহি বেক লেহা।
উপন্যাস গল্প আর কবিতা।
গোথে -র(গ্যাটে) কাটছে বার বছর
"ফাউষ্ট" লেখতে বইয়া
আমাগো পরতিবা দেহেন মাইপ্পা
এক রাইতে বউ লইয়া হুইলে, বেয়ানে উঠি পোলা অয়াইয়া
জাগো কপাল মন্দ হেরা সাহায্য চায় কন্যা দায় গ্রস্থ হইয়া
(আরিফ জেবতিক) ভিডিও কেমেরা কিনার লাইগ্যা।
তীরন্দাজে মনে অয় মাইয়ার কতা বেশী কয়;
গল্প একটা দিছে ছাইড়া, মাইয়ার দুঃখে কাতর অইয়া
হেইডা পইড়া মাইনষে কয়; গল্প এইডা কেইমতে অয়!
কতা হুইন্যা তীরু কয় বেবাক কতা কইতে অয়?
আরেক সচল গল্প লেখছে নীলুফার নাকী মইরা গেছে!
হেই গল্পের সালোচনা দেইখ্যা মনে অয়
দাওয়ের থেইক্যা আছার লাম্বা এইমতে অয়।
বাদাম তোলা নাও বাইয়া "দাগামা"
উঠছে আম্রিকার দক্ষিনে গিয়া
"গার্সিয়া" না কী(?) নাম লইয়া
আদিবাসীগো মাইরা-ধইরা ভাষাটাও নিছে কাইড়া
হেয় নাকী গল্প কয়; বাঙ্গালীরা হিগ্যা লয়।
আমার খালি সন্দ অয় ওহিদ (শ্রদ্ধেয় ওয়াহিদুল হক) স্যারে
কেম্তে কয়: বাংলা ভাষায় রত্ন অয়!
হের লাইগ্যা মাইনষে কয়: বাঙ্গালীরে হাইকোট লয়!
যদি খালি লীলেন (মাহবুব লীলেন: নিম নাখারা) অইতাম
হালাগো দাড়িত মাল দিতাম।
দেশের মানুষ আমি গেরামের পোলা
কতা একটা হুনেন মন দিয়া;
কার্তিক মাসে যদি গরু মরে
অভাগার কি ভাগ্যবানে
ফালায় গরু জলায় নিয়া
গরুর চামড়া ছুইল্যা নিয়া
গরুপচা জলে ভাসায়।
পানির অংশ মাছে খায়
উপরের অংশে কাউয়া বয়
এই খানে যদি কইতে অয়
গরুর উপরে শকুন বয়
এই কথা মিথ্যা হয়।
আমার পটের ভাষা ভাই
কোন ভাবে শুদ্ধ নাই
অনেক লোকে ভয়ে কয়
ভাষা শুদ্ধ নাহি রয়
মহাকালের গর্ভে ক্ষয়
"মমি" কী আর সাধে হয়!
সব শুদ্ধ তাতে রয়
কিচ্চা ফিচ্চা নারকলের ছোচ
ঘুম আইতাছে এবার তোরা ফুট!!!


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

পটল এর পট?

পুতুল এর ছবি

গুরু বুঝতারি নাই, খোলসা কইরা কন।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সুমন চৌধুরী এর ছবি
পুতুল এর ছবি

ধন্যবাদ উপাদেয় মন্তব্যের জন্য।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

এনকিদু এর ছবি

হাসতে হাসতে কাহিল হয়ে যাওয়ার পর বুঝলাম এটা সিরিয়াস লেখা ছিল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পুতুল এর ছবি

হাসির জন্য ধন্যবাদ।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ভূঁতের বাচ্চা এর ছবি

আরেকবার পড়ন লাগবো !
আমি গাধায় পুরা মানে অক্ষনো বুজিনাই।
তয় ভালাই লাগছে !
পুতুল আপুরে একখান মাইক ধরায়া র‌্যাপ করানো শুরু কইরা দিবার মনে চাইছেল।

--------------------------------------------------------

রেনেট এর ছবি

একটি জরুরী ঘোষণা...পুতুল আপা নয়... পুতুল ভাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

পুতুল এর ছবি

রেপের অনুকরণেই মনটা একটু হাল্কা করলাম।
পুতুল দা/ভাই
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ভূঁতের বাচ্চা এর ছবি

হায় হায় হায় !!!
আমি দুঃখিত কাওসার ভাই !
মিসটেক কইরা ভুল কইরা ফালাইছি।
নতুন পাবলিক তো সচলে তাই মন খারাপ
নিজগুণে ক্ষমা কইরা দিয়েন।
তয় আপনার বাংলা র‌্যাপ শুনার ইচ্ছা এখনো প্রকাশ করি।

--------------------------------------------------------

পুতুল এর ছবি

কুনু অসুবিদা নাই।
রেপ আরো করুম।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

রাশেদ এর ছবি

এইখানে সদস্য হওয়া দেখি বহুত কষ্টের!

পুতুল এর ছবি

নিয়মিত পোষ্টাইলে সচল অইয়া যাইবাগা।
এখনে আসার জন্য ধইন্যাপাতা।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

শ্যাজা এর ছবি

পট মচৎকার হইছে হাসি


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

পুতুল এর ছবি

মচৎকারে
মচমচে ধন্যবাদ।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

স্পর্শ এর ছবি

একদম সত্যি কথা লিখছেন পুতুল ভাই!! জ্বরাগ্রস্থ হয়ে গেছিগা!! দাড়ান আবার বসতে হবে।
কী-বোর্ডে ধার দিতেছি।

কিন্তু মনটা খারাপ। ভাবলাম আব্‌জাব কিছু লিখব। তার আগে, অনেক দিন পর প্রথমআলো(পত্রিকা)টা খুলে বসেছি। বাস! মন মেজাজ এমন খারাপ হল। আর কিছুই লেখা হলনা।

এই অবস্থায় আসলে হাসিতামাশা আবজাব মাথায় আসতেছেনা। খালি একটা পা কাটতে ইচ্ছা হচ্ছে! মন খারাপ
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

পুতুল এর ছবি

ভাই পা কাটার দরকার নাই।
হেই কামে শিবির খুব পটু।
হেই হালাগো মাথা কাঁটা
একটা পোষ্টু দেন।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

পুতুল এর ছবি

চিন্তায় জড় জড়
ভাতে বুদ্ধি নাস

**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দৃশা এর ছবি

আমার পড়তে যাইয়া মাথা আউলায়ে গেছে...আপনে নিজে তাল রাখলেন কেম্বে?

দৃশা

পুতুল এর ছবি

ইহা বেতালে গাইতে হয়
তাল রাখতে গেলেই গন্ডোগল হয়।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তীরন্দাজ এর ছবি

বৃত্তান্ত ভালোই দিছেন। মাথা আমারও আউলাইছে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পুতুল এর ছবি

আয়হায়!
কয় কী!
আউলা মাথায়
গাওয়া ঘী!

**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তীরন্দাজ এর ছবি

ঘিয়ের লগে
শুটকী!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রেজওয়ান এর ছবি

এ সব্বোনাশ!

এও দেখি (আমগো) ওহিদ স্যারের (ভাইয়ের) কথা কয়!

খাশা হয়েছে।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

পুতুল এর ছবি

হ, ওহেদ ভাইই ডাকতো কন্ঠশীলনের সিনিয়ার ভায়েরা।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।