বই লিখে কেউ কখনো দেউলিয়া হয়নি

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: বুধ, ২৯/১২/২০১০ - ২:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

জার্মান ভাষায় কিছু কিছু বই পড়ে অনুবাদের খুব শখ হয়েছিল। সময়ের অভাবে বড়
কোন বই না ধরে ছোট্ট এক রাজ কুমারের অনুবাদ করলাম। নাম দিলাম খোকা বাবু। প্রকাশনা শিল্পের সাথে কোন পরিচয় কখনো ছিল না। কিন্তু প্রকাশক পেয়ে গেলাম সচলায়তনেই।
প্রথম দফায় অনেক ভুল-ভ্রান্তি থাকায় শুদ্ধস্বর পুনঃ মুদ্রণ করেছে বইটি। কয়েক দিন আগে পাঁচটা নতুন কপি নিয়ে এসেছে সুমি। ছবি গুলোতে ব্লু রঙটা একটু বেশী হয়েছে। তাও খুব সুন্দর হয়েছে বইটা। আমি যেমন চেয়েছি, তার প্রায় পঁচানব্বুই ভাগ পূর্ণ হয়েছে। কথা রাখার জন্য শুদ্ধস্বরকে ধন্যবাদ।

রশিদ ভাই নতুন বইটার নব্বুই কপি আমার ছোট ভাইয়ের হাতে দিয়ে দিয়েছেন বহু আগেই। অনেক ব্যক্তিগত জিনিস বাদ দিয়ে সুমি পাঁচ কপি এনেছে আমার জন্য। আনিস ভাইকে এক কপি দিয়ে আমার কাছে রয়েছে মাত্র চার কপি। আনিস ভাই যাচ্ছেন জানুয়ারিতে। আরো কয়েক কপি তিনি নিয়ে আসবেন। অবশ্য আনিস ভাইয়ের নিজের বইও আনতে হবে।

গত বছর জাহাজী যাযাবরের মোড়ক উম্মোচণের অনুষ্ঠান একটু ঘটা করেই করেছেন আনিস ভাই। কিন্তু বিক্রি-বাট্টা তাতে বাড়ে নাই তেমন একটা। সাথে এনেছিলেন পঁচিশ কপি জাহাজী যাযাবর আর ছোট গল্পের সংকলন অন্ধরাতের গোড়া। বিলি করেছেন আমাদের মাঝে।

এভাবেই আমিও পরিচিত বন্ধু-বান্ধবীদের বিলি করবো একদিন আমার বই। পরিচিত এবং প্রতিষ্ঠিত লেখকরাও বইয়ের বিজ্ঞাপন দেয় পত্রিকায়। সাক্ষাৎকার, বই পরিচিতি, স্বরচিত লেখা পাঠ এসব তো থাকেই। কাজেই তাদের বই কম বেশী বিক্রি হয়।

অন্তত আমার মতো নাখান্দা নালায়েকের বই তো পাঠক পয়সা দিয়ে কিনবেন না। কাজেই প্রকাশকরা অবিক্রীত বই দিয়ে তাক ভরে রাখেন না। কিন্তু খারাপ লাগে আনিস ভাইয়ের বইগুলোর জন্য। জাহাজী যাযাবরের মতো বই বাংলায় খুব বেশী লেখা হয়নি। জার্মান থেকে সরাসরি বাংলায় প্রথম অনুবাদ করেন আনিস ভাই। অন্যশরীর নামের অনুবাদ সংকলনের অবস্থাও খুব ভাল না। এতো ভাল অনুবাদ তাও তেমন পাঠকপ্রিয় হয়নি। অপরিচিত লেখকের লেখা আমি নিজেও পড়ি না। পাঠককে দোষ দিয়ে লাভ কী!

প্রকাশকরাই বা করবেন কী! ফরমায়েশ মতো ছাপানো বই আমাদেরকে দিয়ে দেন। আমরা গর্ব করি একটা বই লিখেছি। ক’জন পড়ল সেটা কোন ব্যাপার না। বই লিখে কেউ কখনো দেউলিয়া হয়েছে বলে শুনিনি। আমরাও হবো না।


মন্তব্য

নীলকান্ত এর ছবি

নতুন বইয়ের জন্য শুভকামনা।

বই লিখে কেউ কখনো দেউলিয়া হয়নি

চলুক
খাঁটি কথা।


আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি


অলস সময়

পুতুল এর ছবি

ধন্যবাদ।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন।।

এই বইটা ছোটবেলায় পড়ে অনেক ভাল লেগেছিল।।

বিষণ্ণ বাউন্ডুলে

পুতুল এর ছবি

ধন্যবাদ।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বস্‌, দেউলিয়া না হবার নিশ্চয়তা যখন পেয়ে গেছেন তখন বেচারা "শেরালী"কে আর শক্তচাক্তিতে আটকে রাখছেন কেন? তাকে সাদা-কালোয় অক্ষয় করার ব্যবস্থা করুন। ফেব্রুয়ারীতে সবচে' বড় বইমেলাটা হয় সত্য কিন্তু যাঁরা বইয়ের বিপণনকে থোড়াই পরোয়া করেন তাঁদের বই মার্চে বের হতেও সমস্যা নেই। আর এখন বাংলাদেশে বারো মাসে বারোটা বইমেলা হয়।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

পুতুল এর ছবি

বস,
দেউলিয়া হওয়ার মতো বেশী সংখ্যক বই এখনো লিখতে পারিনি। খোকাবাবু তো অনুবাদ।
আপনার রিভিউ পড়ার পরে মাত্র একদিন শেরালীকে সংগ দিতে পেরেছি। এ বছর আশা করি শেষ করতে পারবো। ফাইনাল হলে আরেক দফা ধোলাইয়ের জন্য পাঠাব।
তারপর সম্ভব হলে তাকে সাদা কালোয় অক্ষয় করার চিন্তা করা যাবে।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

বাউলিয়ানা এর ছবি

অভিনন্দন (তালিয়া)

পুতুল এর ছবি

থেংকু।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

আহমেদুর রশীদ এর ছবি

আপনাকে দেয়ার জন্য আরো বই তৈরি আছে।
রকি আসলে নিয়ে যেতে পারবে।
বইটি আমরা বাজারজাত করার চেষ্টা করছি।

ফরমায়েশি বই বানানো বন্ধ করে দিচ্ছি, অভিজ্ঞতার আলোকে।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

ফরিদ এর ছবি

আমারে ২০-৩০ কপি দেয়া যায়?

পুতুল এর ছবি

রশীদ ভাই,
বইটি বাজার জাত করার চেষ্টার জন্য ধন্যবাদ।
ফরমায়েশি বই বানানো বন্ধ করে দিচ্ছেন জেনে নিজেকে অপরাধী মনে হচ্ছে।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সৌরভ দে [অতিথি] এর ছবি

এই বইয়ের প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। আমি ভারতের পশ্চিমবঙ্গে থাকি।অনেকদিন আগে এক্সুপেরির এই বইটার অনুবাদ পড়েছিলাম। সে বইটার নাম ছিল 'ছোট্ট রাজকুমার'। অনুবাদিকা এষা দে। কলকাতার দে'জ পাবলিশিং থেকে বেরিয়েছিল বইটা।
সম্প্রতি শুনলাম ফাদার দ্যতিয়েন অথবা মার্টিন কেম্পশেন (আমার ঠিক মনে নেই) এই বইটার বাংলায় আনুবাদ করেছেন।

পুতুল এর ছবি

এষা দের অনুবাদটা দেখেছি। ঢাকায় আরো দুটি অনুবাদ আছে। রতন বাঙ্গালি আর কবি আসাদ চৌধুরীর।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দুষ্ট বালিকা এর ছবি

নাম শুনেই পড়তে মঞ্চাইছে! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

পুতুল এর ছবি

পইড়া কইবেন কেমন লাগছে।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তাসনীম এর ছবি

অভিনন্দন।

বই কিনেও কেউ দেউলিয়া হয় না হাসি আমি সচলদের লেখা বই গতবার একুশে বইমেলা থেকে লোক মারফত কিনেই পড়েছি, এবারও তাই করব। আপনার বইটাও তালিকায় রাখলাম।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

পুতুল এর ছবি

ধন্যবাদ তাসনীম ভাই।
আশা করি স্মৃতির শহরও বই হিসাবে পড়তে পারব।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

কৌস্তুভ এর ছবি

বই প্রকাশের জন্য অভিনন্দন। সত্যিই তো, বই লিখে আর কে দেউলিয়া হয়েছে? হয় বই কিনে, এই যেমন আমরা।

পুতুল এর ছবি

হাতের কাছে থাকলে আপনাকে এককপি পাঠাতাম যাতে আমার বই কিনে দেউলিয়া না হন। ধন্যবাদ।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

বইখাতা এর ছবি

অভিনন্দন! আজকাল জীবন হয়ে গেছে সরল রেখার মতো। ব্যস্ততা, অসহনীয় যানজট পেরিয়ে দীর্ঘ পথ যেতে হয় প্রতিদিন, এ দুইয়ে মিলে তাই বাসা আর অফিস, অফিস আর বাসা - এইই জীবন। বই কিনিনা বহুদিন। তবে এবার শাহবাগের ওদিকে গেলে আপনার বইটা আর জাহাজী যাযাবর কিনবো অবশ্যই, লিস্টে রাখলাম।

পুতুল এর ছবি

ধন্যবাদ বইখাতা।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দ্রোহী এর ছবি

বইটার ভুলভ্রান্তি ঠিকঠাক করে আবার প্রকাশ করায় টুটুল ভাইকে উত্তম জাঝা ও পুতুল ভাইকে অভিনন্দন।

বই লিখে যখন দেউলিয়া হবার কোন সম্ভাবনা নাই তখন হাত-পা খুলে লিখতে থাকেন। বেচা বিক্রির কথা মাথায় রেখে বই লিখতে হলে "জাহাঙ্গীরের নীল পায়জামা" অথবা "সোলেমানি খাবনামা" লিখতে হবে। হাসি


কাকস্য পরিবেদনা

পুতুল এর ছবি

উত্তম জাঝা অবশ্যই রশীদ ভাইয়ের পাওনা।
বেচা বিক্রির কথা মাথায় রেখে বই লেখার মতো জ্ঞান জীবনেও হবে না। এক শেরালী উপন্যাস শুরু করসি ২০০৩ সালে, এখনো শেষ হয় নাই। কাজেই বই লিখে দেউলিয়া হওয়ার সম্ববনা বেশী নাই।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।