থু থু কোথায় ফেলবেন ??

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: রবি, ২৮/১০/২০০৭ - ২:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

জাতি হিসেবে আমরা সভ্য না, এ খবর বেশ পুরানো। দীর্ঘদিন ইংরেজদের সাথে সহবাস করেও আমরা তেমন সভ্য হতে পারিনি। তাই আমরা এখনো যেখানে সেখানে থু থু ফেলি।

অবশ্য গোবরে যেমন পদ্মফুল ফুটে, তেমনি বাঙ্গালি কূলে আমিও একজন বিরল সভ্য এবং ভদ্র। আজ তাই আপনাদের আমি বলব কোথায় থু থু ফেলতে পারেন :

১) যারা দাবি করেন, দেশে যুদ্ধাপরাধী কখনোই ছিলো না, এখনো নেই , তাদের মুখে।

২) যারা দাবি করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আসলে সিভিল ওয়ার, তাদের মুখে।

৩) যারা আই এম এফ এর বুদ্ধিতে দেশের পাটকল গুলি বন্ধ করে তাদের মুখে।

৪) বিচার বিভাগ পৃথকীকরণ যাদের গাত্রদাহ সৃষ্টি করে, তাদের মুখে।

৫) যারা অবলীলায় মোল্লাতন্ত্রের কাছে নতজানু হয়, আর বলি দেয় তরুণ শিল্পীকে,তাদের মুখে।

৬)যারা বেগুনের দাম বাড়াতে বেগুনীর পরিবর্তে পেপেনী খেতে বলে তাদের মুখে।

৭) যারা তৃষ্ণার্ত রাহেলার মুখে পানির বদলে এসিড ঢেলে দেয় তাদের মুখে।

৮) যারা এশিয়া এনার্জি,ইউনিকোল এর স্বার্থ দেখে,আদালতে তাদের হয়ে মামলা লড়ে, আর অন্যদিকে তেল গেল, গ্যস গেল বলে হায় হায় করে, তাদের মুখে।

হমম... ... এই মূহুর্তে আর মনে পড়ছে না। আর কাউরো কাছে কোন সুন্দর থু থু ফেলার জায়গা থাকলে তা বিনা দ্বিধায় জানাতে পারেন। যত যাই হোক, আসল কথা হচ্ছে, আমাদের সিভিলাইজড হওয়া। এইখানে তো আর আপস করা যায় না ! দেঁতো হাসি


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

যারা ভেতরে নির্লজ্ব মৌলবাদী কিন্তু দেখায় প্রগতিশীল তাদের মুখে

যারা জাতি হিসেবে আমাদের পরিচয় বাঙালি বাদ দিয়ে মুসলমান বানাতে চায় তাদের মুখে

অতিথি লেখক এর ছবি

যারা বাইরে আধুনিকতার কথা বলে
কিন্তু বাড়িতে প্রচণ্ড প্রাচীন তাদের মুখে

আর যারা এখনও মেয়েদেরকে মানুষ বলে বিশ্বাস করে উঠতে পারেনি তাদের মুখে

শিমুল

সবজান্তা এর ছবি

ধন্যবাদ। কফ থু থু ফেলার জায়গার অভাব হবে না দেখছি !

শিমুল আপনার শেষ পয়েন্টের সাথে আমি দারুন ভাবে একমত !

-----------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

সৌরভ এর ছবি

আমি আলট্রামডার্ণদের মুখে থুথু দিতে চাই, যারা পুরনো ইতিহাস ভুলে রাজাকার দলটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

তারেক এর ছবি

আমি নিজের মুখে থুতু দিতে চাই। সবকিছু মেনে নেওয়ার মত একটা পিঠ তৈরি হয়ে যাওয়ায়...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

হাসান মোরশেদ এর ছবি

অতিবাম ও অতিডান-যারা শেষপর্যন্ত একবিন্দুতে মিলে যায়
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধুসর গোধূলি এর ছবি

- ঠিকই আছে, থুথু ফেলার সর্বোৎকৃষ্ট স্থান ময়লার বাক্স। বড় রাস্তার মোড়ে পিছমোড়া বেঁধে দলে দলে থুথু ফেলা হোক মানুষরূপী নোংরা হায়েনাদের সারা শরীরে। এতে করে দুইটা লাভ হবে,
এক. অসভ্য বাঙাল আবর্জনার বাক্সের সঠিক ব্যবহার শিখবে।
দুই. যেমন কর্ম তেমন ভোগ- বাংলা প্রবাদটির বাংলার মাটিতেই প্রয়োগ হবে।
_________________________________
<সযতনে বেখেয়াল>

অতিথি লেখক এর ছবি

সবজান্তা ও অনান্যদের বলা থু থু ফেলার জায়গাগুলি পিকদান এর সাথে সাথে গন শৌচাগারও করা হোক, কারন শুধু থু থু তে আমার হয় না । সবাইকে ধন্যবাদ ।

সবজান্তা এর ছবি

ধন্যবাদ সবাইকে।

অতিথি লেখক মারহাবা ! এইটাও করা যেতে পারে, কারন আমাদের মধ্যে যারা তুলনামূল্ক বেশি অসভ্য তারা রাস্তার উপরেই ছোট এবং বড় কাজ গুলো করে। কাজেই, সেই জায়গাগুলোও আমরা দেখিয়ে দিতে পারি !

আরেকটা কথা, কমেন্টের পয়েন্টগুলো মূল লেখায় সংযুক্ত করলে কেমন হয় ?? মতামত জানাবেন চোখ টিপি
----------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

বিপ্রতীপ এর ছবি

সবজান্তা আগুন লিখেছেন ...
@ তারেক ভাইয়ের সাথে সহমত
------------------------------------------
মুনাফাখোর নিপাত যাক
বাংলা কম্পিউটিং মুক্তি পাক

সবজান্তা এর ছবি

ধন্যবাদ বিপ্রতীপ।

আপনি বোধহয় সি এস ই ০২ । তাই না ?
--------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পুরা লিস্ট করলে তা এতো বড়ো হবে যে থুথু-মল-মুত্র শর্ট পড়ে যাবে মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিপ্রতীপ এর ছবি

@সবজান্তা
আমি ক্যামিকেল ০২
------------------------------------------
মুনাফাখোর নিপাত যাক
বাংলা কম্পিউটিং মুক্তি পাক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।