টরন্টোয় "বাংলা একাডেমী পুরষ্কার বিজয়ী" লুতফর রহমান রিটনের সম্বর্ধনা অনুষ্ঠান।

এস্কিমো এর ছবি
লিখেছেন এস্কিমো (তারিখ: রবি, ২৫/০৫/২০০৮ - ৮:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ টরন্টোয় প্রবাসীরা সম্বর্ধিত করে ছড়াকার লুতফর রহমান রিটনকে। উপলক্ষ ছিলো রিটনের বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্তি। আলবার্ট ক্যাম্বেল লাইব্রেরীর অডিরিয়ামকে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছিলোন আয়োজকরা। মঞ্চের পিছনে ছিলো রিটনের বিশাল ছবিনহ একটা পোস্টার।

একে একে বক্তারা রিটনের সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন। চিত্রশিল্পী সৈয়দ ইকবালের সহজাত ভঙ্গীর বক্তব্য স্রোতাদের মাঝে হাস্যরসের সঞ্চার করে।

( খন্ডত লিখতে পারছিনা - দুঃখিত)


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এস্কিমো ভাই, আরেকটু বিস্তারিত লিখেন - আমরা সবাই পড়ি। সচল রিপোর্টিং..., আরো কিছু ছবি...

'লুৎফর' টাইপ করে দিলাম। এইবার কপি-পেস্ট এডিট মারতে পারেন।

ধন্যবাদ।

এস্কিমো এর ছবি

একটু শর্টকাট করে ছবি দিয়ে সারতে চাইছিলাম। কিন্তু একটার বেশী ছবি দেয় কিভাবে?

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ছবি দেয়ার জন্য এই লিংক দেখতে পারেন।

মাহবুব লীলেন এর ছবি

ধন্যবাদ এস্কিমো
অভিনন্দন রিটন ভাই

এস্কিমো এর ছবি

আপনাকেও ধন্যবাদ।

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

আকতার আহমেদ এর ছবি

আপনেরা যে যা'ই কন
আমগো সচল রিটন হইলো
বাংলা ছড়ার আইকন ‍!

ধন্যবাদ এক্সিমো

অভিনন্দন রিটন ভাই
এবার নতুন ছড়া চাই

নুরুজ্জামান মানিক এর ছবি

কিছু ছবি জুড়ে দিলাম ।

০৩

০৪

০১

০২

(সৌজন্যে মৌসুমি কাদের )

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছবিগুলা এত ছোট যে আমার চোখে কুলায়না।

নুরুজ্জামান মানিক এর ছবি

একই অনুস্টানের রিটন ভাইয়ের একটা ছড়ার পোস্টার দেয়া হল্ঃ

Riton Bhaier Chora

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

রিটন ভাইকে অভিন্দনন । যারা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ ।
eru

-------------------------------------
pause 4 exam

বিপ্লব রহমান এর ছবি

অভিনন্দন!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তীরন্দাজ এর ছবি

পুরস্কার বিজয়ী সচল রিটন'কে অভিনন্দন জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুমন চৌধুরী এর ছবি

ব্যপক অভিনন্দন!



ঈশ্বরাসিদ্ধে:

রণদীপম বসু এর ছবি

বেশি করিয়া অভিনন্দন পাঠাইলাম। কুশলে প্রাপ্তি সংবাদ জানাইবেন।
ধন্যবাদে ইতি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।