দলিল

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বিষ্যুদ, ১৪/০২/২০০৮ - ১০:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আজ তবে এক্থাই থাক
ভালোবেসে উড়ে যাক শাদা মেঘ,
চেয়ে থাকি শুধু নির্বাক !


স্পর্শিত চাঁদ জানে মোমের মহিমা
গলে গেলে অবনত হয়
রাত ও খুঁজে পায় তার সপ্তপ্রতিমা।


আরেকটু কাছে এসো ,পরাগ
ডুবে যাই ,ভেসে উঠি ফের
বুঝে নিই হিমাংকে জীবনের ভাগ!


কটি অমর অক্ষরে সাজাই দলিল
সই করো তারপর সজল আঁধারে
দিয়ে রাখো দরোজায় খিল ।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভালো লেগেছে।
তবে স্পর্শিত চাঁদ কি রূপক অর্থে?

ফকির ইলিয়াস এর ছবি

জীবন টা ই তো রূপক !
থ্যাংকস ।

লুৎফুল আরেফীন এর ছবি

বেশ আরামে পড়া গেল কবিতাটা!

কটি অমর অক্ষরে সাজাই দলিল
সই করো তারপর সজল আঁধারে
দিয়ে রাখো দরোজায় খিল ।

সবচেয়ে বেশী আরাম এই জায়গাটায় হাসি

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

পরিবর্তনশীল এর ছবি

আপনার কবিতাগুলো
অসাধারণ
---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।

ফকির ইলিয়াস এর ছবি

বিনীত ধন্যবাদ সবাইকে।

ধ্রুব হাসান এর ছবি

আপনিতো প্রেমিক হিসেবে জব্বর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।