বোশেখের ভোর

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: সোম, ১৪/০৪/২০০৮ - ৮:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঝড়ের মমতা নিয়ে আসে ভোর কালের বোশেখে
আবার প্রণয় সূতে হবে দেখা নদী মোহনায়
যারা যায় ভাটিপথে নাও বেয়ে সবুজ প্রভায়
তারাই দিগন্ত দেখে আঁকে ছবি বিবিধ নিরিখে।

সামন্ত হলুদ ছুঁয়ে এরপরে আগামীর পথে
হাঁকে ফের , এসো ছুটে হে নবীন বুকের পাঁজর
সমতা বিলিয়ে দিয়ে বরণের দীপ্ত প্রহর
করে যাই চাষাবাদ প্রজন্মের হাতে তুলে দিতে।

রূপালী দিঘীর জলে নিরবধি পদ্ম প্রভাত
যেমন উষ্ণ জ্যোতি দিয়ে যায় মাটির পলিতে
পাতার প্রাচ্য শিরা উপমায় খাতার নথিতে
হাল-জমা তুলে রাখে বছরের প্রিয় করাঘাত।

জীবন ঝড়ের মতো মমতায় নমস্য প্রবণ
এসো হে বৈশাখ , দেবো তোমাকেই ছন্দের মন।


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

এসো হে বৈশাখ , দেবো তোমাকেই ছন্দের মন।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তীরন্দাজ এর ছবি

শুভ নববর্ষ!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

ভাল-লাগলো আপনার কবিতা।
শুভনববর্ষ ..!
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

ফকির ইলিয়াস এর ছবি

শুভ নববর্ষ- ১৪১৫
কুসুমাস্তীর্ণ হোক পুরো বছর।

শেখ জলিল এর ছবি

জীবন ঝড়ের মতো মমতায় নমস্য প্রবণ
এসো হে বৈশাখ , দেবো তোমাকেই ছন্দের মন।....ভাল্লাগলো বেশ।
....শুভ নববর্ষ ১৪১৫।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ঝরাপাতা এর ছবি

এসো হে বৈশাখ - - - -

পুরাতন ধুয়ে মুছে নতুন দিনের স্বপ্ন রচি . . . .

সুন্দর কবিতা।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।