কবিতার শক্তি , কবির নিজস্ব ভ্রমণ

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: সোম, ১৯/০৫/২০০৮ - ১২:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি যখন উলংগ হয়ে দাঁড়াই
একজন বলবান প্রেমিককে ভয় পেয়ে
তখন চন্দ্র সূর্যও খন্ড-বিখন্ড হয়ে যায়
---- মহাকবি হাফিজ / দ্যা গিফট কাব্যগ্রন্থ/ ( এ পোটেন্ট লাভার)

এই হচ্ছে একজন প্রকৃত কবির শক্তি। তিনি ভ্রমণ করেন নিজস্ব
পরিমন্ডল।পাঠক-পাঠিকাকেও নিয়ে যেতে চান তার সাথে।কেউ
কিছু খুঁজে পায় । দেখতে পারে। কেউ পারে না।


মন্তব্য

শাহীন হাসান এর ছবি

কেউ কিছু খুঁজে পায় । দেখতে পারে। কেউ পারে না।
মাত্রা স্বাভাবিক ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

শেখ জলিল এর ছবি

এই হচ্ছে একজন প্রকৃত কবির শক্তি। তিনি ভ্রমণ করেন নিজস্ব
পরিমন্ডল।পাঠক-পাঠিকাকেও নিয়ে যেতে চান তার সাথে।কেউ
কিছু খুঁজে পায় । দেখতে পারে। কেউ পারে না।
...আদ্যপেই তাই। সুন্দর পোস্ট।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

তীরন্দাজ এর ছবি

খাঁটি কথা! কবিদের জগতই আলাদা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মাহবুব লীলেন এর ছবি

গালিবের নাম শুনলেই কবি আবু হেনা মোস্তফা কামালের কথা মনে হয় তার গালিবের ইচ্ছা অনিচ্ছা কবিতটার কারণে

যখন তিনি থাকবেন না তখনও মেয়েরা অষ্টাদশী হবে এই কথা ভেবে গালিব খুব কষ্ট পেয়েছিলেন...

প্রেমের কেমন সোল এজেন্সি গালিবের...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।