কবিতা র টিশার্ট : শ্লোক

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: মঙ্গল, ২৮/০৭/২০০৯ - ৫:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তাদের দাবী, বর্তমান বিশ্বে এটাই কবিতার সর্বপ্রথম টিশার্ট ম্যাগাজিন।
বের হয় ঢাকা থেকে। নাম - শ্লোক । সম্পাদক - কবি মতিন রায়হান।
আমার একটা কবিতা দিয়ে তারা টিশার্ট করেছেন।
একটা টিশার্ট দরকার আমারও। পাবো কিংবা আনাবো কিভাবে সেটাই ভাবছি !


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ইন্টারেস্টিং।

ফকির ইলিয়াস এর ছবি

আমরা কবিরা আর কম কিসে !!!!!
আমাদের কবিতার বিপণন হচ্ছে এভাবেই !!!

জিজ্ঞাসু এর ছবি

ঢাকায় সম্ভবত সম্পূর্ণ কবিতা আগে কখনও টিশার্টে আঁকা হয় নি; তবে কবিতার কয়েক চরণ বা একাধিক স্ট্যাঞ্জা ব্যবহার করে করা টিশার্ট, পোষাক অনেক আগে থেকেই দেখেছি। আইডিয়াটা ভাল। বিশেষ করে বাঙলা ভাষা ব্যবহার করে জামা কাপড়ের ডিজাইন করা শুরু হয়েছে গত প্রায় এক দশক ধরেই। শুরুতে স্বল্প পরিসরে হলেও ইদানিং অনেক ঢাকাই ডিজাইনাররা পোষাকে বাঙলা কবিতা, ছড়া, পংক্তি ব্যবহার করছেন।

আপনার টিশার্ট আশা করি পেয়ে যাবেন। কবে পাবেন তার নিশ্চয়তা নাই। আনুমানিক ছয় মাসের মধ্যে??

___________________
সহজ কথা যায়না বলা সহজে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এটাতো শুধু কবিতা নয়, পুরো ম্যাগাজিন!

ফকির ইলিয়াস এর ছবি

হাঁ , পুরো ম্যাগাজিন।

ফকির ইলিয়াস এর ছবি

হাঁ , আমরাও এক সময় রাহমান ভাই এর (শামসুর রাহমান)
''স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসানো গ্রন্থিল পেশী ''

পংক্তি টিশার্টে বুকে নিয়ে ঘুরেছি।
তবে পুরো কবিতা এর আগে ছিল না।

জানি না টিশার্ট টা কবে পাবো !!

মুস্তাফিজ এর ছবি

২০০০ সালে আমি একটা শাড়ী করেছিলাম অনেকগুলা কবিতা দিয়ে। হাতে আঁকা।

...........................
Every Picture Tells a Story

বিপ্রতীপ এর ছবি

শ্লোক তো বেশ কিছুদিন আগে থেকেই বের হচ্ছে বলে জানি। আমার নিজের কালেকশনেও একটা টি-শার্ট আছে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

রণদীপম বসু এর ছবি

ইলিয়াস ভাই, ফেসবুকে ঢুকে সোজা মতিন রায়হানের ওয়ালে টি-শার্টের জোরালো দাবি জানিয়ে রাখেন। দিবো না মানে ! হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।