সবচে' দুখের কবিতা

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: শুক্র, ১৫/০৮/২০০৮ - ১:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার কবিতার মাস্টার বন্ধুর কথা আগেই বলেছি। সেদিন অনেক চেষ্টা করে আমাকে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত ছন্দের বর্ণনা দিচ্ছিল। কথা প্রসঙ্গে জানতে পারলাম নেরুদা ছিলেন গীতিকবি। তার কবিতায় তাই গানের আবহ পাওয়া যায়। এদিকে গানের জন্যে নাকি মাত্রাবৃত্ত ছন্দ বেশি ভাল। এদিকে আমি যে কবিতাটি অনুবাদ করছিলাম, সেটি আবার করছিলাম অক্ষরবৃত্ত ছন্দে। কাজেই পুরো কবিতাটি আবার বদলাতে হল। এর পরে অবশ্য আমার কবিতা লেখায় সিরিয়াসনেস হীনতার ব্যপারে তুমুল কথাচার্জ হল। সে সব কথা অন্য কোন দিন বলব। এখন নেরুদার সেই কবিতা, Twenty love poems and a desperate song থেকে ২০ নম্বর কবিতা...সবচে' দুখের কবিতা।

সবচে' দুখের কবিতা
***
আমি আজ রাতে সবচে' দুখের কবিতা লিখতে পারি।

লিখতেই পারি (যেন মনে করো): "হাজার তারার মেলা,
রাতের আকাশে, নীলচে তারারা মিটিমিটি জ্বলে দূরে।"

রাতজাগা হাওয়া হারায় আকাশে ঘুমমাখা গান গেয়ে ।

আমি আজ রাতে সবচে' দুখের কবিতা লিখতে পারি।
ভালোবেসেছিল এই মন তাকে, মাঝে মাঝে সেও মোরে।

এমন অনেক আনমনা রাতে তাকে দুই হাতে ধরে
ভরিয়ে দিয়েছি চুম্বনে এই অসীম আকাশ নীচে।

সে আমাকে যত ভালোবেসেছিল, আমিও বেসেছি তাকে।
তার টানা ঘন দীঘি চোখ দেখে কে না ভালোবেসে থাকে?

সে আর আমার নেই, আমি তাকে হারিয়েছি - এটা ভেবে
আমি আজ রাতে সবচে' দুখের কবিতা লিখতে পারি

বিশাল শুন্য এই রাত তাকে ছাড়া বয়ে চলে ধীরে।
আর কবিতারা ঘাসের শিশিরে এই রাতে ঝরে পড়ে।

ভালোবাসা তাকে রাখতে পারেনি এতে আসে যায় কিছু?
রাতের আকাশ তারায় ভরেছে, নেই সে আমার কাছে।

এই তো সবটা। গান ভেসে আসে, গান গায় কেউ দূরে
আমার স্বত্ত্বা নিজেকে হারায় তাকে ছাড়া, তাকে ছাড়া।

তার কাছে যেতে আমার দৃষ্টি খুঁজে খুঁজে ফিরে তাকে
আমার হৃদয় খুঁজে ফিরে তাকে, যে নেই আমার সাথে।

সেই রাত, সেই রাতসাদা গাছ মনে পড়ে যায় যেই,
সেই মোরা, যারা আমরা ছিলাম, আর যে আমরা নেই।

আমি তাকে আর ভালো তো বাসি না, কিন্তু বেসেছি এত
আমার কন্ঠ বাতাসের বুক চেপে তার কানে যেত।

অন্য কারুর হবে সে- যে ছিল আমার ঠোঁটের সখা,
কন্ঠের সুর, দুধরাঙা দেহ, অতল চোখের দেখা।

আমি তাকে ভালোবাসি না, সত্য, কিন্তু হয়তো বাসি।
ভালোবাসা খুব কম সময়ের, ভুলে যাওয়া খুব বেশি।

আমার স্বত্ত্বা হারিয়েছে তাকে, নিজেই হারিয়ে গেছে,
কারণ এমন অনেক রাতেই সে ছিল হৃদয়পাশে।

যদিও এটাই ছিল তার দেওয়া বেদনা আমাকে শেষে,
এটাই আমার শেষের কবিতা জেনো তার উদ্দেশে।
(মূল কবিতাঃ Puedo Escribir,
Pablo Neruda,
Veinte poemas de amor y una canción desesperada)
#১৫.০৮.০৮


মন্তব্য

হিমু এর ছবি

কবিতার নামটা ইন্টারেস্টিং। পুয়েদো এসক্রিবির ... "লিখতে পারি"।


হাঁটুপানির জলদস্যু

জি.এম.তানিম এর ছবি

হমম। কিন্তু ইংরেজি তে যেটা থেকে করসি, অই খানে কবিতার নাম ছিল স্যাডেস্ট পোএম, সেই থেকে নামটা মাথায় ঢুকে গেসে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্পর্শ এর ছবি

ভাল হইসে! অবশ্য এধরণের রোমান্টিক কবিতা আমার ভাল লাগেনা। হুমায়ুন আজাদের কিছু রোমান্টিক কবিতা ভাল লেগেছিল। তবে তার ধাচ ভিন্য।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ইনান এর ছবি

দারুন লাগল... ১৪তম লাইন আর লাস্ট ৪ লাইনে একটু ছন্দপতন লাগে.. যেটা কবিতার চমৎকার ফ্লো একটু বিঘ্নিত করে। তবে পুরোটা একসাথে অসাধারণ.. মূল কবিতাটা পড়ি নাই.. তবে এটা স্বতন্ত্র কবিতা হিসিবেও ভাল লাগল...

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ ইনান। ছন্দপতনটা যথা সম্ভব দূর করার চেষ্টা করসি। এই জন্যে কিসু চেঞ্জ ও করলাম, আশা করি ভালো লাগবে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

পলাশ দত্ত এর ছবি

অনুবাদটা ভালো হইছে।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।