ছুটাগল্প ৪: বিজ্ঞাপনের পর বাস্তব নাটকের খসড়া

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: মঙ্গল, ১১/০৩/২০০৮ - ১১:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[আলিশান বাড়ির অসম্ভব উঁচু জেলখানার মতো বাইরের দেওয়ালের একপাশে পরী। দারোয়ানের চোখ এড়িয়ে অপেক্ষা করছে কারো জন্য। একটু পরে রিকশা থেকে নামে পাপন। চলে যায় দেওয়ালের অপর পাশের নির্দিষ্ট জায়গায়। দুজনের মাঝখানে এখন শুধুই একটা দেওয়াল। সাথে নিয়ে আসা গোলাপটি ছুঁড়ে দেয় পরীর দিকে। পরীর ঠিক পায়ে পড়ে গোলাপটি, তুলে নিয়ে গালে ছোঁয়ায়।]

পাপন: পরী, আজ বিকেলে বেরুতে পারবা?
পরী: কী বলছ, বুঝতে পারছি না... জোরে বল....
পাপন: বিকালে বেরুতে পারবা-আ-আ-আ?
পরী: সকালে বেরুই নি তো...
পাপন: কী বললা? বুঝতে পারি নাই...

[এভাবে কথোপকথন চলতে থাকে কিছুক্ষণ। একজনের কথা আরেকজন বুঝতে পারে না, অসম্ভব উঁচু দেওয়ালের কারণে। হঠাৎই বুদ্ধি আসে পরীর মাথায়। মোবাইল থেকে ফোন করে পাপনকে। তারপর দুজন শরীরে শরীর ঠেকিয়ে কথা বলতে থাকে, অঅঅনেকক্ষণ! মাঝখানে তখন শুধুই ইটের একটি দেয়াল, কিন্তু পরস্পরের ছোঁয়ায় সেটিও হয়ে ওঠে তাদেরই শরীরেরই একটা ছোট্ট অংশ।

(নেপথ্যে বাজতে থাকে কণ্ঠস্বর) পরস্পরকে কাছে টানতে দেওয়াল এখন আর কোনো বাধা নয়। ব্যবহার করুন অমুক মোবাইল... আপনার সাথে সবসময়...

*

অসম্ভব যত্ন নিয়ে একটি মোবাইল ফোন কোম্পানির জন্য বিজ্ঞাপনটি বানিয়েছিলো গৌতম। সুপারহিট হওয়ার পর এই জুটিকে নিয়ে একটি নাটক বানানোর সিদ্ধান্ত নেয় সে। তবে এখানে দেওয়াল নয়, একজন অন্য পুরুষকে সে দাঁড় করিয়ে দেয় পরীর দিকে মুখ করে। পাপন আর পরীর মাঝখানে এখন একটি জ্যান্ত দেওয়াল। পাপনের গোলাপের চাইতে যার গ্ল্যাডিওলাসের নেটওয়ার্ক অনেক শক্তিশালী...

*

নাটকটি প্রচারিত হচ্ছে, পাপন-পরী-অন্যপুরুষের ব্যক্তিগত চ্যানেলে। নিজে অভিনয় করা নাটক বাসায় দেখতে দেখতে পাপন উপলব্ধি করে- উত্তম পুরুষ থেকে সে ক্রমেই পরিবর্তিত হচ্ছে তৃতীয় পুরুষে।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাসি

গৌতম এর ছবি

কষ্টের হাসি দিলেন!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

না না। কষ্ট না।
ইন্টারেস্টিং মনে হয়েছে, সেই হাসি।

ধুসর গোধূলি এর ছবি

- ব্যক্তিগত চ্যানেল মানে? খালি খাইষ্টা জিনিষ দেখায় ঐখানে? ডিশেরে কোনদিকে মুখ করাইলে সিগনালটা ধরোন যাইবো একটু জানাইয়েন! হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>

গৌতম এর ছবি

ঠিক ধরেছেন... আর ডিশের মুখটা ধরতে হইবো মনের দিকে...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পরিবর্তনশীল এর ছবি

হে...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

গৌতম এর ছবি

আর কিছু বললেন না যে...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মাহবুব লীলেন এর ছবি

গৌতমের বিজ্ঞাপনটি সুপারহিট হয়নি
কিন্তু ফোন কোম্পানির হাতে সময় না থাকায় তারা এই রদ্দি মালও বারবার চালাতে বাধ্য হয়
এতে পাবলিকের মুখস্থ হয়ে যায় বিজ্ঞাপনটা। যেটাকে গৌত সুপারহিটের লক্ষণ মনে করে এই জুটিকে দিয়ে একই কাহিনী ফেঁদে লাটক বানিয়ে ফেলে
কিন্তু লাটক খানা সুপার ফ্লপ

কারণ পরীরর স্বামী (একটি জ্যান্ত দেওয়াল) বিয়ের পরপরই পরীর মোবাইল সিজ করে। আর বিয়ের তিন দিনের মাথায় পাপনকে ঠ্যাঙ্গানি লাগায়

ফলে পাপন হাসপাতালে আর পরী গৃহস্থ বাড়ি
নাটকের আর কোনো কাহিনী নেই
সেই নাটচ হিট হবে কেমনে?

(বি: দ্র: অনেক চেষ্টা করেও গৌতম এই নাটকখানা কোথাও বিক্রি করতে না পেরে অবশেষে নাটকের কাহিনী বিক্রি করার অপচেষ্টা করিতেছে।)
সাবধান!!

গৌতম এর ছবি

ঘরের কথা পরে জানলো ক্যামনে?? মাহবুব লীলেন লিশ্চয় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই 'ডিটেকটিভ'।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মাহবুব লীলেন এর ছবি

জানতে তো হয়ই ভাইজান
অত করে বললাম কাহিনী লিখেছেন তো লিখেছেন
এইবার নিজে বানাতে না গিয়ে আপনি প্রডিউসার হন
আমরা বানাই
তাতে আমাদের গরিবদেরও কিছু হয়
আর আপনার কাহিনীটারও গতি হয়

কিন্তু শুনলেন না। নিজেই বানাতে গিয়ে খেলেন ধরা

গৌতম এর ছবি

ভাইজান খালি আমার পিছনে লাগেন, এইসব বাদ দিয়া কাহিনীটার একটা গতি করেন... নাটক-কাহিনী-পাত্র-পাত্রী-তাদের মনোবেদনা-তাদের নতুন আকাঙ্ক্ষা ইত্যাদি নিয়া কিছু কন... নাইলে আগামী পর্বে আপনেরে পরিচালক বানানোর চিন্তাটা জুত মতো বসতেছে না...

হে হে... (হলেও হতে পারেন) পরিচালক মাহবুব লীলেনের পরীক্ষা নেওয়া হচ্ছে...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মাহবুব লীলেন এর ছবি

জ্বি স্যার (প্রডিউসারদেরকে সামনা সামনি স্যার ডেকে বাতাস দেওয়া নিয়ম)
কন কী টাইপের কাহিনী চান
ইসলাম সম্মত কাহিনী?
স্বাস্থ্য সম্মত কাহিনী?
বিজ্ঞান সম্মত কাহিনী?
নাকি সমাজসম্মত কাহিনী?

দ্যান স্যার মুখ খুইলা খালি ওর্ডার দ্যান

কয়টা গান- গান কয়টা ফাইট- কত গ্যালন কান্না- কত পিস বেড সিন (নায়কের সঙ্গে কয়টা আর ভিলেনের সঙ্গে কয়টা) - কত পিস বাথটাব সিন (বৃষ্টি- নদী- খালের পানি তাও দেওন যাইব)
বলেন

আপনার কী কী চাহিদা বলেন
শুটিংয়ের সময় প্রডিউসার সাহেবের জন্য নায়িকার বাড়তি দুচারদিন শিডিউল নিতে হইব কি না তাও কন
(সাইড নায়িকা দিয়া চললে খরচ একটু কম পড়ব)

গৌতম এর ছবি

বৃষ্টিভেজা কয়েকটা গান থাকলে আর কিছু লাগবো না। হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

গৌতম এর ছবি

কিছুটা সম্পাদনা করা হয়েছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এক্কেরে গেছে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

গৌতম এর ছবি

কে গেল, কীভাবে গেল...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কনফুসিয়াস এর ছবি

গ্রেট!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

গৌতম এর ছবি

ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।