জোছনার শহর এখন অন্ধকারে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৯/১১/২০০৭ - ২:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

জোছনাভুক কবি, বিপ্লবী মমিনুল মউজদীন ছিলেন আমাদের প্রেরণার আগ্নিনাম, তিনি আমাদের বিপ্লবের গোপন লাল চটিবই..., আমাদের ভালোবাসার লেলিন..., তাকে হারিয়ে তার ভালোবাসা, গান আড্ডা, কবিতা ও জোছনার শহর এখন অন্ধকারে...,স্ত্রী, সন্তানসহ আমাদের লেলিনকে শুক্রবার বাদ জুমআ ঘুম পাড়িয়ে এলাম...,লেলিন এবার জন্মের মতন গুমুচ্ছেন...,আমাদের শোককে জাগিয়ে দিয়ে...,কুমারি মেঘশাদা কাগজে আর কবিতা দেবীকে সাজাবেননা লালনীল স্বপ্নরঙে...বলবেন না ‘‘ আমার শহর আমি তোমাকেতো চিনতে পারিনা...!
কবির চিত্ত ছিল কোমল...রক্তে ছিল আগুন...কণ্ঠ সমুদ্রের গর্জন...খোলা ময়দানে ছড়িয়ে দিতেন সমুদ্রের ঢেউ...,হাওরের কুচি কুচি ঢেউয়ের মতন ছিল তার ছড়ানো স্বপ্নের ক্যাম্পাস...,ভালোবাসা বিলাতেন অকাতরে...,ভালোবাসা গ্রহণ করতেন...,সৌন্দর্য ছড়িয়ে দিতেন...সবখানে...
তোমার ভালোবাসার প্রিয় রঙ্গন ফুল....বাউরি বাতাসে জোছনারাতে প্রিয় বাহন রিক্সায় ঘুরে বেড়ানো, মুঠোফোনে কবিতা লিখা... হাসনের উত্তরাধিকারী বাউল মন...ঘুরতো, গাইতো, উতলা হতো... আমাদের স্বাপ্নিক বিপ্লবী বাউল...তুমি আজ না ফেরার দেশে...হাজার তারাও গাইছে তোমার শূন্যতার গান...
বৃষ্টি আর বিপ্লব তিনি পছন্দ করতেন...তাই বৃষ্টির দিনেই সহধর্মীনি তাহেরাপু, প্রিয় সন্তান জিবরানসহ ছোট শহরকে শোকে ভাসিয়ে দিয়ে বিদায় নিলেন...লেলিন আপনি কি আপনার ভালোবাসার স্বজনদের কান্নার রোল শোনেছেন...দেখেছেন শেষ বিদায় জানাতে লোকে ভরে গিয়েছিল আপনার আজন্ম ভালোবাসার প্রিয় ছোট শহর? লেলিন আমরা এখনও.তোমাকে জীবিত জানি...তাই অসংখ্য স্বজন তোমাকে জীবিত জ্ঞানে মনে রাখার জন্যই শেষ দেখা দেখিনি...তাদের হৃদয়ে তুমি জেগে আছো...বেচে আছো...মহাকালের নায়ক হয়ে বেচে থাকবে মন ও মননে...প্রেরণা হয়ে....অনন্তকাল...
লেলিন, দেখা হলে কেউ আর বলবেনা কবিতাকে ছেড়োনা...বলবেনা মাওসেতুর গল্প...হুগো সাভেজ আর প্রিয় ফিদেল কেস্টোর কথা...রঙ্গের বাড়ই বলবেনা নেশা লাগিলরে...ঘরবাড়ি ভালোনা আমার...মৌসুমী ভৌমিকের ‘আমার ঘরের পাশে তোমার বাড়ি হবে’...দখনে হাওয়া গাইবেনা হাসনলালন আর করিমের আগে কি সুন্দর দিন কাটাইতাম...
সদা হাস্যজ্জো¦ল মুখটি আর দেখবনা...মমতাশিক্ত হাতে ছুয়ে দেবেনা...স্বপ্নকে ছড়িয়ে দেবেনা তরুণমনে...সুরের পাখি আর গাইবেনা বৃষ্টিময়দিনে হাসনের গান...আলোর দ্যুতি ছড়িয়ে দেবেনা কালোতে...ফুল ফুটবেনা...ফুল ফুটবেনা...ফুল আর কখনও ফুটবেনা...

--------------------------------------------------
শামস শামীম
সুনামগঞ্জ প্রতিনিধি। যায়যায়দিন
১৭ নভেম্বর, ০৭ ইং.।

লেখাটিতে বিরাম চিহ্ন দেইনি...আবেগ বাঁধ মানতে চায়নি...।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।