নাটকের কবি

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: মঙ্গল, ১৫/০১/২০০৮ - ৮:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নাটকের কবি
ফকির ইলিয়াস
----------------------------------------------------
( নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীন কে শ্রদ্ধা )
--------------------------------------------------
বদলে যাচ্ছে জীবনের বল্কল। ঘুরছে চাকা, পিষ্ট হচ্ছি প্রতিদিন
অযুত সময়ের কাছে রেখে যাচ্ছি যাবতীয় দায়বদ্ধতা। রেখে যেতেই
হয়, উষ্ণ আলিঙ্গন সমুহ চন্দ্রগহীনে। কালের কিস্তি এসে লিখে
নেবে সবপ্রিয় নাম, আবার উঠবে জেগে ‘ যৈবতী কন্যার মন ’

কবিরা মন জাগাতেই আসে। অলিখিত হলফনামায় সাক্ষর করে
বলে যায়, মানুষই নমস্য চিরদিন। কঠিন যতোই হোক,তবু সব
প্রতিকুল ঝড়ের গতি রুখে দিতে পারে মানুষ। পেশী ও পশমে।

বদলে যাচ্ছে জীবনের প্রতিকৃতি। আরেক পর্দা এসে ঢেকে দিচ্ছে
কবির মুখ। তিনি কি লোকান্তরিত হচ্ছেন ! নাকি নিবাস গড়ছেন
অন্য মনোলোকে। যেখানে জীবন থাকে নিদ্রার ঘোরে, মহাসুখে।
------------------------------------------------------


মন্তব্য

ধূপছায়া এর ছবি

খুব দরদ দিয়ে লিখেছেন। ভালো হয়েছে।

মুজিব মেহদী এর ছবি

যথার্থ শ্রদ্ধা।
ধন্যবাদ।
..................................................................................
কিত্তনখোলা কেরামতমঙ্গল হাতহদাই চাকা প্রভৃতি লেখার মধ্যে আমি কাব্য সঙ্গীত উপন্যাস উপাখ্যানের অন্তর্গত সুরকে একটি মাত্র আঙ্গিকে সমাহৃত করতে চেয়েছি। সেলিম আল দীন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মাহবুব লীলেন এর ছবি

একটা একটা করে নির্ভর করার মানুষ চলে যাচ্ছে
আর আমরা হয়ে উঠছি সেলিম আল দীনের সর্বশেষ নাটক নিমজ্জন এর
একেকটা চরিত্র...

শেখ জলিল এর ছবি

খুব ভালো লিখেছেন।
..একমাত্র কবি ছাড়া এভাবে স্মরণ করতে পারে কি কেউ?

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।