ব্রতমুখে দিনান্তের কথা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৭/০৩/২০০৮ - ১১:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রস্ফুটিত মুকুর, শুয়ে আছি বিধিবিধান আর সহজের সরল হল্লায়
কান্নাকণ্ঠের রোল মানুষেরই কণ্ঠের মতো মানুষের দিকে ডাকে নিজেকে
এগুনোর আগে নিজেই নির্বাক, নিজেই ভাবি ফেরার পথলক্ষণ
বলি, আবারও ডাকো তো দেখি? যাই না, যাইনা, যাবোও না
অশরীরী প্রার্থনায় ভবোনা চত্বর, উঠিয়ে নেবো না প্রসাদপ্রাসাদে
আমাদের মানুষেরা সব ব'সে আছি আমাদের নিজস্ব নিজকাজে;
শরীর জুড়ে আছে পাহারায় ফিরে আসা একই একই অর্থময় বাহন
নিজস্ব প্রহারে নিঃস্ব সেই প্রয়াণে জানা নেই অমানুষিক মানুষের প্রাণ

পলাশ দত্ত


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।