আমি তুমি সমগ্র

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০২/০৪/২০০৮ - ১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


এইযে বলিরেখার স্রোত ধেয়ে এলে
তোমতে আমাতে, বালিয়াড়িময় নীল কাঁকড়াদের
দাঁড়ার টানে খুলে যায় রেস্তরার কোলাহল
বারে বন্ধক টলটলে স্তন ফিকে হলে
বাজির তুরুপ নরোম বোধ সেঁকেও জুড়ায় না
শীশ্ন স্নান; ডানের মোড়ে পোঁতা বামের টান
মাছি বিদ্ধ হলেই ফুটো গেলাশ
চোয়ানো তোমাতে আমাতে


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পড়লাম।
নরোম- গেলাশ; বানানগুলো কি ইচ্ছাকৃভাবে এরকম লেখা হয়েছে? কবির মতামত জানতে চাই। সাথে নামও হাসি

অতিথি লেখক এর ছবি

হুম, কিছুটা। কবি? নারে ভাই! তা আর পারলাম কই!
অধমের নাম তারিক স্বপন

ভালো থাকবেন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।