কালের ছড়া - ১৪

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২২/০৪/২০০৮ - ১০:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একদা এদেশে বেনিয়ারা এসে
বাংলায় কথা বলিত
তাহাদের হাতে জাতির ভাগ্য
হয়েছিল পদদলিত

বেনিয়ার মুখে আবার বাংলা ..
শঙ্কায় বুক কাঁপে রে
পলাশীর সেই আম্রকানন..
কভু যেন আর না ফেরে !

২২ এপ্রিল ২০০৮

জনৈক "বেক্কল ছড়াকার"


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

একদা এদেশে বেনিয়ারা এসে
বাংলায় কথা বলিত

জি

০২

লেখা অত কম দেখি কেন?

অতিথি লেখক এর ছবি

বাংলাদেশে নিযুক্ত নয়া মার্কিন রাষ্ট্রদূত দেখি তার বক্তব্য শুরু করছেন আসসালামুআলাইকুম বলে..
আর বাংলা বলার জন্য তার সে কি প্রাণান্তকর চেষ্টা !
ঘর পোঁড়া গরু তো..হয়তো তাই আমাদের সন্দেহ একটু বেশী বেশী
এই আশংকা থেকেই ছড়াটা লেখা...

জনৈক "বেক্কল ছড়াকার"

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এই পটভূমিটা জানতাম না বলে ছড়ার বক্তব্যটি প্রথমে বুঝতে পারিনি। আপনার সময়সচেতনতা ঈর্ষণীয়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

"বেক্কল ছড়াকার" না "জিনিয়াস ছড়াকার" হঊয়া উচিত আপনার নাম।

স্পর্শ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।