প্রেমখাকী দর্শনের ঘরে ঝুলে আছি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২২/০৪/২০০৮ - ১১:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

চিত্রাহত আদিমের মত - গহীনে, আরও গহীনে -
ওটাকে কী যেন বলে? আকাশ! আকাশ!
আকাশ রাতের!

বর্ষণের এককে চড়ে ঘুমহীন লোভাতুর বিষ্ময় জেগে রয় ।জেগে রয়, বৃষ্টির রাত । তুমি দ্বিধাদ্বন্দের রোগী - খন্ডিত মস্তিস্কের রোগীর মত দুচারটে লাইন লিখে, কিসের সংবাদ জেনেছো ?কোথায় পেয়েছো কল্প-কাব্যিক নিরীহতা?মানুষীর গন্ধে? তাকে চুম্বনে, গায়ে গায়ে লেপ্টে থেকে তো হৃদয় ততটুকু খোলেনা, চাঁদের ধূলোতে পা রাখতে গিয়ে যতটুকু খোলে! হে উদাসী ।
না কি ভুল ডেকেছো নিজেকে ছায়া অভিপ্রায়ে ?
বরং ডাকি -হে বিগত উদাসী, মানুষীর স্তন গন্ধ কি আকন্ঠ গেয়ে উঠা নক্ষত্রের চিকন অন্ধকারের চেয়ে ভালো?চুম্বন কি পারে দিতে -
জোছনার নৈশব্দের - অথবা
অশ্রুর সমার্থক স্বাদ!
গায়ে গায়ে লেপ্টে থাকা শরীরের কাঁপন ছুঁয়ে দিতে দিতে, বলে না আমাকে-
আমার যত দর্শন, স্পর্শ করে কয়েকটি শব্দ -
বৃষ্টি-অশ্রূ-নীরবতা-জোছনা-জোনাক-শীতরাত-অনেক বিষন্নতা
আমাকে যেমন বলে । প্রেম পারে দিতে কতটুকু - অপ্রেম যতটা !

------------------
মাঝ রাতের বর্ষণ
ই-মেইলঃ


মন্তব্য

অতিথি লেখক এর ছবি


বৃষ্টি-অশ্রূ-নীরবতা-জোছনা-জোনাক-শীতরাত-অনেক বিষন্নতা
আমাকে যেমন বলে । প্রেম পারে দিতে কতটুকু - অপ্রেম যতটা !

কঠিন কথন..................
(ক্লান্ত পথিক)

.....................................................................................
মরণের পরপারে বড় অন্ধকার, এইসব প্রেম ও নির্জনতার মতো

শাহীন হাসান এর ছবি

জোছনার নৈশব্দের - অথবা
অশ্রুর সমার্থক স্বাদ!
ভাল-পংক্তি ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।