নার্গিস

উলুম্বুশ এর ছবি
লিখেছেন উলুম্বুশ [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৯/০৪/২০০৮ - ৯:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

********************উলুম্বুশ******************
***kamrultopu@yahoo.com************
********************************************
নার্গিস আসছে। আজ কম্পিউটার খুলে পেপারে চোখ পড়তেই আঁতকে উঠলাম। সিডর এর ধাক্কাই আমরা এখনো কাটিয়ে উঠতে পারলাম না এর মধ্যেই চলে আসলেন তিনি।
"জ্বলে পুড়ে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়"
এই দুর্বিনীত শব্দগুলোকে চ্যালেঞ্জ করেই যেন একের পর এক এসে হাজির হচ্ছেন তেনারা। ভাব খানা দেখি কতদিন পারিস।
যারা দুটা দিন আগেই নিঃস্ব হয়ে গিয়েছিল তারা হয়তবা এখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি, হয়ত সবে দাঁড়াবার চেষ্টা করছে তখনই আবার এই নার্গিস। আমি ভাবতে পারিনা এরপর কি হবে।
সিডর এ নাকি ঠিক মত সবাইকে সতর্ক না করার ফলে অনেক লোকের মৃত্যু হয়েছে। এবার কি ঠিকমত উপকূলীয় লোকদের জানানো হচ্ছে এই নার্গিস বেগমের বিশালতা?


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

হায়রে!! মন খারাপ
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

একটা ব্যাপার জানতে আগ্রহ জাগলোঃ
এসব ঝড়ের নাম কারা দেয়? ঝড় কী ফিমেল জেন্ডার?

কেউ জানলে জানাবেন, প্লিজ।

তানভীর এর ছবি

পৃথিবীর বিভিন্ন দেশ যেমন জাতিসংঘের সদস্য; এদের আবহাওয়া সংস্থাগুলোও বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) সদস্য। এ সদস্যদেশগুলোকে WMO কয়েকটি অঞ্চলে ভাগ করেছে। ঘূর্ণিঝড়ের যে শ্রেণীবিন্যাস রয়েছে তা অঞ্চলভেদে কিছুটা ভিন্ন (যেমন ভারত মহাসাগরীয় অঞ্চলে হারিকেন শব্দটা ব্যবহৃত হয় না)। বাংলাদেশ যে অঞ্চলে পড়েছে সেখানে আরো রয়েছে ভারত, পাকিস্তান, মায়ানমার থাইল্যান্ড, শ্রীলংকা, ওমান ইত্যাদি। এ অঞ্চলের দেশগুলোকে সম্মিলিতভাবে বলা হয় প্যানেল কান্ট্রিজ। এই প্যানেল দেশগুলো WMO প্রদত্ত একই শ্রেণীবিন্যাস ও সতর্কতা মেনে চলে। এ অঞ্চলের ঘূর্ণিঝড়ের নামগুলোও এই দেশগুলো থেকে নির্বাচন করা হয়েছে। লিস্ট অনুযায়ী পর্যায়ক্রমে এক এক দেশের নাম আসে। এবারের নার্গিস নাম নেয়া হয়েছে পাকিস্তান থেকে। এর আগে সিডর ছিল ওমান থেকে। এর পরে নেয়া হবে শ্রীলংকা থেকে। এক এক বছরের জন্য নির্দিষ্ট এরকম নামের লিস্ট তৈরী করা আছে। এখান থেকে নামগুলো দেখে নিতে পারেন। (নর্থ ইন্ডিয়ান ওশান দেখুন)

দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে- ফিমেল জেন্ডার না। ছেলেদের নামও আছে। তবে আগে যখন এরকম সর্বসম্মত নামকরণ প্রচলিত ছিল না তখন আটলান্টিকের হারিকেনগুলোকে সাধারণত ফিমেল নাম দেয়া হত (নারীকে অভিশপ্ত বা এরকম কিছু ধারণা করে)। এখন আটলান্টিক হারিকেনের নামকরণে পর্যায়ক্রমে ছেলে এবং মেয়ের নাম দেয়া হয়- একটা এন্ড্রু হলে পরেরটা বারবারা -এইরকম আর এলফাবেটিকালি চলে।

=============
"আগে কী সুন্দর দিন কাটাইতাম"

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেক ধন্যবাদ, তানভীর।
খুবই ইন্টারেস্টিং।

জাহিদ হোসেন এর ছবি

আশাকরি তেমন কিছু ভয়ংকরী ঘটনা ঘটবে না এবার।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

তানভীর এর ছবি

নার্গিস আপা দুর্বল হয়ে গেছে। এখন ঘন্টায় গতিবেগ ৭০ নট। আর পূর্বাভাস অনুযায়ী এখন গেলে মায়ানমারের দিকে যেতে পারে। বাংলাদেশ নিশ্চিন্ত।

=============
"আগে কী সুন্দর দিন কাটাইতাম"

জাহিদ হোসেন এর ছবি

এইবার আমাদের বাড়ীতে না আসিবার জন্যে আপাকে অসংখ্য ধন্যবাদ। গুডবাই, নার্গিস আপা!
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

পরিবর্তনশীল এর ছবি

আশা করি ... হবে না ভয়াবহ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

নার্গিস বেগম এর কালো হাতের থাবা থেকে এবারের মত বেঁচে গেলাম! আহ শান্তি!

ফেরারী ফেরদৌস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।