সংক্রান্তি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২৩/০৬/২০০৮ - ১:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পাথরের উপর পাথর রেখে তুমি পৃথিবীর কোমলতম বিন্যাস গড়ে তোল আর আমি তোমার কানের কাছে ফিসফিস করে বলি সেই আহাম্মক কৃষকের গল্প যে কিনা সরল পাপে ঈশ্বরের কাছে চিঠি লেখে; তুমি হেসে ওঠ- যাবতীয় বিষাদ ও বেদনার মাঝে টেনে ধর একটি সরলরেখা, যদিও তোমার কান পর্যন্ত আমার কণ্ঠস্বর পৌঁছায় না, তার আগেই ভেঙে টুকরো টুকরো হয়ে সময়ের মেঝেতে ছড়িয়ে পড়ে আর তুমি কথার কণিকা কুড়াও, জোড়া দিতে চাও একটার সঙ্গে আরেকটা- যেন জিগ স পাজল; তোমার অলক্ষ্যে ঊষা হয় আফ্রোদিতির ডানাছেঁড়া দিন, রৌদ্রপর্দা ধরে ঝুলে থাকে প্রেম, পাপ আর রক্ত- সারা দিনমান। এইসব গল্পের গভীরে আমাদের চোখ শুধু গড়িয়ে দেওয়া একজোড়া মার্বেল পাথর- স্বর্গের বাতাস তার গায়ে লেগে থাকা জল অথবা বিভ্রম উড়িয়ে নিয়েছে সাময়িক। তবু ঠিক জেনো একদিন আমার হৃদয় আর্দ্র হবে জন্মাবার পর গত একুশ বছরে আমি একবারও মৃত্যুবরণ করি নি এই কথা মনে করে। এই গ্লানি, এই অপচয় নীল রঙ হয়ে সমুদ্রভ্রমণ শেষে আকাশে ছড়িয়ে যাবে, ফের লাফিয়ে নামবে তোমার উঠানে, আর তারপর তুমি জানতে চাইতে পারো- ফুলের অলিন্দ থেকে শুষে নিলে যাবতীয় ঘ্রাণ কিভাবে লোপাট হয় একে একে জলসিঁড়ি, ঝিঁঝিঁ পোকা এবং কবিতা?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভালো লেগেছে।
-লাইঠেল

শ্যাজা এর ছবি

এত ভাল কবিতা লেখকের নাম ছাড়া অসম্পূর্ণ লাগল।।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

অতিথি লেখক এর ছবি

লেখকের নাম ইনান, তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও নাম দিতে পারেন নাই.. এই ব্লগের কোন আগামাথা তিনি বুঝিতে পারিতেছেন না।

তিনি শ্যাজা এবং লাইঠেল-কে ধন্যবাদ জানান..হাসি

কীর্তিনাশা এর ছবি

ইনান ভাই নামটা আপাতত আপনার লেখার শেষেই জু্ইড়া দিয়েন। আর তার নিচে আপনার ইমেইল ঠিকানাও দিয়া দিয়েন। সচলে অতিথি হয়ে লেখার সময় এইটাই নিয়ম।

আপনার কবিতা ভালো হইছে।

--------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভীষন ভালো লাগলো আপনার কবিতা, ইনান।
আপনার নামটাও চমৎকার।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ইনান... খুব ভালো লাগলো কবিতাটা। বোধহয় সচলায়তনে এটাই আপনার প্রথম লেখা... দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং আরো অনেক লেখার অপেক্ষায় রইলাম...

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জি.এম.তানিম এর ছবি

দারুণ...সচলে স্বাগতম!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।