"প্রচেত্য" - প্রচেত্য'র প্রথম কথা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৫/০৯/২০০৮ - ২:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

“প্রচেত্য” শব্দটির আভিধানিক অর্থ সুখী, নিরতিশয় আনন্দিত।

সে বিবেচনায় আভিধানিক অর্থে না গিয়ে, বাস্তবিক মানুষ হিসেবে আমি কতটা আত্মসুখী তা ঠিক বিবেচ্য নয়, কতটুকু আনন্দে জীবনকে রাঙানো যায় তাও মুখ্য নয়।

কিন্তু শব্দটি অতি প্রিয়, আত্মসুখে সুখী না হই কিন্তু সুখ, সুখী, আনন্দ এই ধরনের শব্দ এবং শব্দগুলো দিয়ে যেকোন ইতিবাচক বাক্যই আমার নিকট অতি পাওয়া।

নিজেকে ওভাবে পরিচয় করিয়ে দেবার মত অতটা আত্মবিশ্লেষক আমি নই।
তবুও এ শুভ সূচনালগ্নে যখন কিছু একটা বলতেই হবে, শুরুতেই বলি "প্রচেত্য" নামে এ ব্লগ আজ আপনাদের মাঝে নিজেকে সম্পৃক্ত করতে পেরে সত্যি আনন্দিত।

এ ফোরাম সম্পর্কে জেনেছি বেশ কিছুদিন হল, বেশ ভাল ভাল কিছু লেখাও পড়েছি। সবমিলিয়ে ভালই লেগেছে।
তাই আর দেরী না করে নিজেকে এ ব্লগের সদস্য বানিয়ে ফেলার জন্য রেজিষ্ট্রেশন করে ফেললাম।

ওয়েবে যে স্থানগুলোতে আমার বিচরণ : -

http://www.somewhereinblog.net/blog/prochettoblog

http://www.pechali.com/blog/prochetto

http://amarblog.com/prochetto/

http://www.facebook.com/people/Prochetto_Da/809592093

এ ব্লগের সকল ব্লগার বন্ধুদের জন্য রইল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।