দলছুটের প্যাঁচাল - ০১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৪/১০/২০০৮ - ৩:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

একফালি রোদ ফুটো গলে এসে
চুপ মেরে আছে শিথানে
দুটো উঁইপোকা সঙ্গম পাতে
ঠাকুরের গীত বিতানে ।

নষ্ট সময় সুখ খুঁজে ফেরে
তেল চিটচিটে বালিশে
ওদিকে মহান বিধাতা ব্যস্ত
বাইনচোতদের শালিসে !

দলছুট


মন্তব্য

রূপক কর্মকার এর ছবি

দুটো দুর্দান্ত লাইন :

দুটো উঁইপোকা সঙ্গম পাতে
ঠাকুরের গীত বিতানে
____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍চমত্কার লাগলো।
কিন্তু নামকরণে চন্দ্রবিন্দুটি কেন?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

খেকশিয়াল এর ছবি

ওরে এ এ !! জটিল হইসে দাদা !! তালি তালি !!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

Shadhoo [অতিথি] এর ছবি

সময় উপযোগী লেখা।

গৌতম এর ছবি

আরো প্যাঁচাল চাই...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দলছুট এর ছবি

সবাইকে ধন্যবাদ

অতিথি লেখক এর ছবি

বেশ সুন্দর।
হাসি

_ সাইফুল আকবর খান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।