আই,সি,এল ফাইনাল আজ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৬/১১/২০০৮ - ৪:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

হায়দ্রাবাদ খেলায় ফিরল

আই,সি,এল, এক প্রতিবাদি কন্ঠের নাম। ভারত ক্রিকেট বোর্ড তাদেরকে নিষিদ্ধ ঘোষনা করেছে। কেন করেছে এ নিয়ে আমার যথেষ্ট কৌতুহল আছে।

যাহোক, আজ হাইদ্রাবাদ আর লাহোর বাদশার মধ্যেকার তৃতীয় এবং গুরুত্বপূর্ন ফাইনাল হতে যাচ্ছে। প্রথম ফাইনাল লাহোর হারতে হারতে জিতেছিল। কালও তারই প্রতিফলন হতে যাচ্ছিল। কিন্তু শেষ করতে পারল না লাহোরের যোদ্ধারা। হায়দ্রাবাদও আশা জিইয়ে রাখল। আজই সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তৃতীয় এবং ভাগ্যনির্ধারনী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার।

যারা আই,সি,এল এর বিরুদ্ধে থাকতে পছন্দ করেন তাদেরকে অনুরধ করছি, অনুগ্রহ করে খেলার মধ্যে কোন বিরোধ আনবেন না। খেলা মনের আনন্দ যোগান দেয়। ভারত ক্রিকেট বোর্ড আই,সি,এল,কে নিষিদ্ধ করল বলে যে আমরা সবাই একে নিষিদ্ধ করব, এমনটি করা বোধহয় ঠিক হবে না। ইংল্যান্ড এ যখন কোন লীগ হয় তখন সেখান থেকে যারা ডাক পায় এবং খেলতে যায় তারা যদি বিদ্রহী না হয় তাহলে কাপালিরা কেন বিদ্রোহী হবেন?


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।