বিষের গন্ধ - নীল

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৬/০৬/২০০৯ - ২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘুমহীন মাঝ রাতে তারাগুলো ঝরে পড়ে
উপবাসি হৃদয়ে, যা নীল নীল বিষ.
বিষের গন্ধ ছড়ায় নীরবতার আঙিনা জুড়ে!

জানালা কারো নয়
জানালা শুধু বারান্দার
তবু তাকাই অভাবের চোখ নিয়ে-
দূরে মেঘ ঘুষ দেয় আকাশকে,
তারাগুলো বিষাদ হয়ে ঝরে পড়ে...

প্রতিটি ঘুমহীন রাতই
মৃত্যুকে খুব বেশি পরিচয় করিয়ে দেয়।
বারান্দার জানালা আটকাতে পারে না
বিষের গন্ধ। নীল নীল বিষ মিশে যায় রক্তে।

প্রত্যেহ ভোর যেনো নির্ঘুম শ্মশান; নীল বিষ...

neeljol21@yahoo.com


মন্তব্য

শাহীন হাসান এর ছবি

প্রতিটি ঘুমহীন রাতই
মৃত্যুকে খুব বেশি পরিচয় করিয়ে দেয়।

বোধের জানালা খোলা.... ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নীল [অতিথি] এর ছবি

ধন্যবাদ পড়ার জন্যে।

আহমেদুর রশীদ এর ছবি

নীল বিসে শিস্ কাটে ঠোঁট

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নীল [অতিথি] এর ছবি

ধন্যবাদ পাঠ করার জন্যে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

প্রতিটি ঘুমহীন রাতই
মৃত্যুকে খুব বেশি পরিচয় করিয়ে দেয়।


______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নীল [অতিথি] এর ছবি

সেটাই বস্

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।