কালো মেঘ সাদা বৃষ্টি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০১/০৭/২০০৯ - ৯:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ধি ধিং ধি ধিং বাইজছে মাদল
শরীর জুড়্যা পদ্মার ঢল
ভাইসছে দু’ট কালো মানুষ
ভালোবাসায় মাতাল বেহুঁস

নুন বিষ্টি উদ্যাম গায়ে
উদাম দুফুর উদাম পায়ে
সন্ধ্যাটকে ঢিল ছুঁড়েছে
শরীল জুড়ে রাত লাম্যাছে

ঝুঁইকছে শরীর ধিধিং তালে
সুখের কাঁপন দুই শরীলে
কালো ঠোঁটে ঝইরছে আগুন
ভুইলছে শরীল সমাজ কানুন

ভালোবাসার পাপ পুন্যি
মাইনছেনা বাধ নীল ঘুর্ণি
ভাইসছে শরীল গানের তালে
ধি ধিং ধি ধিং ধি ধিং বোলে।

আশরাফুল আলম রাসেল
(চন্দ্রবিন্দু)


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালো লেগেছে।

সচলায়তনের নিয়মে আছে এক পাতায় একজন লেখকের দুটির বেশী পোস্ট রাখাটা যায় না। হাসি নতুন বলে হয়ত লক্ষ্য করেননি। ব্যাপারনা, উৎসাহটা ধরে রাইখেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

খুবই মজা পেলাম এই মন্তব্যটা পড়ে। ডেজা-ভু।

আজকে আমার সচলত্ব দিবস। প্রথম লেখায় মন্তব্যটা এই মুর্শেদ ভাইয়েরই ছিল। মন্তব্যের বিষয়বস্তুও একই। দেঁতো হাসি

আমি তখনও 'নীড়পাতা', 'নিজের ব্লগ', ইত্যাদি বুঝি না। একটায় অরূপ ভাই লিখলেন, "প্রথম পাতায় দিলে না কেন, হে?" আরেকটায় মুর্শেদ ভাই লিখলেন "বুঝতে পারছি একটু উত্তেজিত আছেন, কিন্তু..."। দেঁতো হাসি

আমার অবস্থা বুঝতেই পারছেন তখন। খুবই কনফিউজড হয়ে গেলাম। লেখা নিয়ে প্রথম মন্তব্যটা হাসান মোরশেদ ভাইয়ের ছিল। ভুলবার না সেই দিনটা।

(ভুল পোস্টে লিখলাম কথাগুলো, কিন্তু হুড়মুড় করে মনে পড়লো...)

সচলে স্বাগতম।

পান্থ রহমান রেজা এর ছবি

ভালো লাগলো।

নিবিড় এর ছবি

ভাল লাগছে চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

রিদমটা ভাল্লাগলো খুব। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।