স'রে যাক চোখ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৯/০৭/২০০৯ - ১২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অক্ষরের উপর গড়িয়ে স'রে চোখ
তোমার বুঝি জ্ঞান নেই,হয়তো আছে
শেষকৃত্যের আড়ম্বরে হারিয়ে স্বর
কোথাকার মাটি,কোথাকার জলে গিয়ে
ফিরে আসে। তবুও হাঁটতে পার চোখ;
শব্দের নীল সুধা,সমস্ত গন্ধরাজ
কিছু বিস্ত্রস্ততা পেরিয়ে দেখা কী যাবে
কী আছে লেখা?মৃতদের শরীর ছুঁয়ে
তেঁতে উঠি। বিরল নি:শ্বাস,অর্থহীন
নিভৃত কথার তোড় টেনে নেয় দূরে;
তোমারই পাশে শুয়ে বোধশূন্য গান
রচনা করি প্রতিরাতে। না যেন হয়
আয়না সজীব,উন্মাদ বৃষ্টি। গড়িয়ে
তবে স'রে যাক চোখ অক্ষরে অক্ষরে

আসমা বীথি


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুমম, পড়ে ফেল্লাম।

খেকশিয়াল এর ছবি

ভাল লাগলো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পান্থ, সচলাসিক্ত কাটাতে আজকাল লগায় না এর ছবি

ভালো লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।