জীবন খসরা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৫/০৭/২০০৯ - ১১:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

জীবন খসরা
চোখ সয়ে গেলে
অন্ধকারও হেরে যায়।
সয়ে যাওয়া আপাতত সমীকরণ।
পিপাসায় উচ্চাসার জল,
তাতে রৌদ্রে পোড়া
দুটো, একটা কিংবদন্তি।
তারপর টান টান প্রতিজ্ঞ
ছোট বড় রেখা গুলো
হেসে খেলে ঘুরে আসে
বিন্দুর চারপাশ।
এরপর ছন্দ
সচ্ছল, বিলাস দাপাদাপি।

এরপর
অহর্নিশি চাঁদ-সূর্য
বাড়ি-মাঠ, ইন্সুরেন্স, প্রিমিয়াম
পাক খেতে খেতে
উঠে আসে ভূঁই ফুঁড়ে
সূর্য পোড়া ছাই।
তাতে ছিটে-ফোঁটা খরচ হলে
সঞ্চিত মুগ্ধতার পাশে
আগুন জ্বলা আলো
খিল খিল করে হাসে।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পিপাসায় উচ্চাসার জল

উচ্চাসার?
ছোট বড় রেখা গুলো

রেখাগুলো হবে না?

একটু খিয়াল কইরা... কবিতা তো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

খসরা>খসড়া?

কবির নাম কই?

পান্থ রহমান রেজা এর ছবি

ভালো লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।