প্রেমের জন্য প্রার্থনা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৮/১২/২০০৯ - ১২:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সরসিজ আলীম_এর কবিতা

গান ওড়ো স্বপ্ন ভাসো

তোমার সাথে তাহার গান হয়েছিলো
তোমার সাথে যেদিন গান হয়েছিলো
দেবদারু পাতার তল হ’তে ছায়ারা সব উড়তে শুরু করেছিলো;
দেবদারু ছায়ারা তোমার কপালে লাল টিপ এঁকেছিলো,
আর লাল জামা পরিয়ে দিতে পেরেছিলো,
আর কালো ওড়নায় প্রজাপতির ডানা বেঁধে দিয়েছিলো।

তুমি এখন চাইলেই পাহাড়ের গায়ে একথোকা বুনোফুল হতে পারো,
আর হতে পারো ঝরণার জলের উপর দিয়ে রামধনু আঁকা।

তোমার সাথে তাহার স্বপ্ন হয়েছিলো
তোমার সাথে তাহার যেদিন স্বপ্ন হয়েছিলো
দুঃখিত ভাঁড়ার থেকে শূন্যতাগুলো সাজগোজ ক’রে তোমার সামনে
এসে দাঁড়িয়েছিলো,
একটি মগডালের সবুজপাতা তোমার হাত ধরতে চেয়েছিলো,
পাতাটি এখন চাইলেই তোমার বিছানায় ফুল আর ছায়াছন্ন আলো
ছিটাতে পারে,
রান্নাঘরে দাঁড়িয়ে দেখতে পারে তোমার ঘামে ভেজা আঁচল,
সাওয়ারের নীচে বসিয়ে ঝরিয়ে দিতে পারে কলাকৈবল্যবাদের জলরঙ,
একটি কবিতা শোনাবার জন্য বেলকনিতে গিয়ে দেখতে হবে না আর
চাঁদটা কতটা রাত জাগতে পারে।

ড্রেসিঙ টেবিলের গ্লাসে যে গানগুলো বসে থাকে, এখন গানগুলো
স্বপ্নের হাত ধরে এক দুপুরে সারাঘর গড়াতে গড়াতে জানালা দিয়ে
উড়ে উড়ে হাওয়াই ভাসতে পারে;

হাওয়াই ভাসো গো মানুষ, হাওয়াই ওড়ো, গান ওড়ো, স্বপ্ন ভাসো...


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।