কবির য়াহমদ_এর কবিতাঃ দেয়াল

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৭/০২/২০১০ - ১২:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দেয়াল
______________
চোখ খুললেই অবয়ব ভাসে
অবশ্য ঝাপসা খানিক দুরত্বের
একরোদ পাড়ি দিলে যে বেলা যায়
তার পিছু নিলে
তোমার ভেংচিতে থেমে যায় পথ।
অতিশয় মুখোমুখি আমাদের বাস অথচ
মাঝখানে বায়বীয় দেয়াল
দুরত্ব-বিরক্তির উৎসমুখ।

তোমাকে ছুঁতে চাইলে হাত কাঁপে
অলীকতা পাখা মেলে
প্রাণান্ত চেষ্টায় অফুরান হাসে প্রকৃতি,
বিন্দু সমষ্টির ওপারে তোমার অবস্থান
হয়তো প্রারম্ভিকতার সোনাঝরা দিন
আদিতে নিবিষ্ট প্রাণ এক
অন্তর্হিত আকর্ষণ আর আলোচ্ছটা
পাঁজর ভাঙে সমুদ্রের ফেনীল রহস্য।
না বলা কিছু কথা পিছু নিলে
সলাজ হয় সত্ত্বা
পরিপার্শ্ব হাঁ করে গিলতে চায় সব
কে জানে কী প্রত্যুত্তর অপেক্ষায় থাকে
তারচে' ভালো নির্বাকই থাকি
অন্তঃস্থ ভালোবাসা অন্তরেই নিরাপদ।

**** কবির য়াহমদ_


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সুন্দর।

অতিথি লেখক এর ছবি

শুভকামনা আপনার জন্যে

মজনুভাই [অতিথি] এর ছবি

চমৎকার!!!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনার কবিতা মুক্তি মডারেশনের আওতায় এসেছে। নীতিমালা পড়ে দেখুন। একটু সবুর করে পোস্ট দিন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

আমি আসলে বুঝতে পারিনি ২বার পোস্টিং এর ব্যাপারটি। এটা কী প্রকাশ পাবে না?
ধন্যবাদ

হলুদ-মডু এর ছবি

ডুয়াল পোস্টিঙের কারণে কবিতাটি আপনার নিজের ব্লগে প্রকাশ করা হলো।

সচলে পোস্ট করার সময় নীতিমালার দিকে লক্ষ্য রাখবেন।

ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

লেখা ভাল লেগেছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।