প্রশ্ন/উত্তর

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৪/০৫/২০১০ - ১:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রশ্ন:
আজ চট্টগ্রাম শহরটা কেমন আছে?
ছাত্ররা কি বেশী দুষ্টুমী করেছে?
ডাক পিয়ন কি আজও ভুল করে পাশের বাসার চিঠি দিলো?
ছাদের কার্নিশে কি এখনও বিকেলের রোদ পরে?
ভয় পেলে কি আমার প্রিয় ঐ কালো বেড়ালটা দেখে?
তোমাদের গলিটা-
সেই চায়ের দোকানটা, এখনও কি বাকী দেবে আমাকে?
আর তুমি- মিথ্যে করেও দিলে না একটু আশ্রয়।

উত্তর:
শহর-টা আজ সবুজের ঘ্রানে আনমনে,
ইস্কুল- দিয়েছি সব তালা ঝুলিয়ে-
ডাক পিয়ন সে কবে বদলি হয়ে গেছে।
ছাদটা এখন বন্দী শালা।
আমাদের গলি হয়ে গেছে কর্পোরেট পাড়া,
চায়ের দোকান-সেতো এখন এক বড় কনফেকশনারী।
আর কালো বেড়ালটা-
সেতো আমার সাথে গাড়িতে চাপা পড়ে গত বছর।

স্বপ্নদ্রোহ
ব্যলকনি,৩০৫।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালো লাগল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

গৌতম এর ছবি

দারুণ তো! চমৎকার স্টাইল।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।