বাজির বাজার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২২/০৫/২০১০ - ১২:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জহিরুল ইসলাম নাদিম

রঙবাজি ঢঙবাজি
আরো বাজি পটকা,
বাজি হলে ঠক মনে
লাগে ভারী খটকা।

ডিগবাজি খেলে পেট
নেই আশা পুরবার,
ঘোড়া সেও বাজি কিনা
গতি যার দুরবার।

বাজাবাজি করে লোকে
দেয় ঠুকে মামলাই!
বাজির বাজারে বলো
কোন বাজি সামলাই?


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

বাহ্‌, ছড়া চমৎকারা!

'দুরবার' না দিয়ে ঠিক বানানে 'দুর্বার' দিলেও কিন্তু ছন্দ ঠিক থাকতো মনে হয়, তাই না?

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ মন্তব্যের জন্য। হ্যাঁ তাতে মাত্রা ঠিকই থাকত। এটা দেয়া হয়েছে শ্রুতি মাত্রা বজায় রাখার পাশাপাশি 'দৃষ্টি' মাত্রা ঠিক রাখার জন্য!

দ্রোহী এর ছবি

ছড়া চমৎকার হয়েছে গো বাবাজি!!!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ দাদু!!!!!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।