মুছে গেল সাগর জলে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৪/০৬/২০১০ - ১১:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সাইরেন বাজিয়ে সারেং ছুটছে মোহনাকে পিছে ফেলে
অস্তাচলে লাল হওয়া পুবের আকাশে সূ্র্যটাকে দেখে,
স্টীমারে যাত্রী আমি আর তুমি;
চেয়ে আছি জেগে থাকা চরে,
পুরান হওয়া অ্যালবাম ঘেটে,
ফ্যাকাশে দুর্বা ঘাসে;
কতদিন শেষ হলো বসে বসে ।
কিংবা সড়ক দ্বীপে দাঁড়িয়ে,
পারাপারে হাত ছিল হাতে,
প্রিয় কিছু ধুমকেতু উড়ে গিয়ে,
নতুন ভুলে দারুন জ্বলে,
উদ্বেল ভালবেসে,আরো একবার লাল আভাতে,
বালুর মাঝে তোমার নামে নাম,
মুছে গেল সাগর জলে ।
জাভেদ_ 6602


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

"প্রিয় কিছু ধুমকেতু উড়ে গিয়ে,
নতুন ভুলে দারুন জ্বলে,"

দারুণ লিখেছেন.. শুভকামনা...
_______________________
বর্ণ অনুচ্ছেদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।