মিথ ২(১): হেলেন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৪/০৭/২০১০ - ১০:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ট্রয় ধ্বংশের জন্য কি শুধু হেলেনই দায়ী? নিয়তির কি তাতে হাত নেই ? প্যারিস এত সুন্দরি থাকতে হেলেনের প্রতি কিভাবে আকৃষ্ট হল ?
আমার আগের লেখা (মিথ ২: হেলেন) হেলেনের জন্ম সম্পর্কে সামান্য আলোকপাত করেছি । হেলেনের সাথে প্যারিসের সাক্ষাতের পিছনে দৈব ইশারা রয়েছে । প্রেমের দেবীর সাথে অন্য দুই গুনের আধার দেবীদের বিরোধে বিচারক হয়েছিল প্যারিস । প্যারিসের রায় আফ্রোদিতির পক্ষে যাওয়ায় দেবী প্রীত হয়ে তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী পাইয়ে দেওয়ার ইরাদা করেছিলেন ।তাতেই প্যারিসের গ্রীস গমণ, হৃদয় হরণ এবং হেলেনকে নিয়ে সংগোপনে গ্রীসত্যাগ ।
তবে, হেলেনের জন্মই হয়েছে দেবতার কারসাজির ফলে । সোয়ানের ছদ্মাবরণে লুটেরা জিউসের আগমণ লেডার কাছে । লেডার বুকের ধকধকানি জিউসের কানে বাজেনা :
And how can body, laid in that white rush,
But feel the strange heart beating where it lies?
লেডা স্পাটার রাণী । তার সৌন্দর্যে মাতোয়ারা জিউস । দেবগণের রাজা হওয়ায় তার লোভের শেষ নেই । পরনারী ভোগের জন্য নানা ছলা-কলার আশ্রয় নেওয়ায় জুড়ি নেই তার । হংসের রূপ ধরে তার লালসা চরিতার্থ করে সে ।
মিথকে চিত্রায়িত করেছেন ইয়েটস (Yeats) দক্ষ শিল্পীর মত ।হেলের জন্মে ঘটনা ঘটে ঐ মিলনের ফলেই । "Leda and the Swan" কবি তায় কবি লেডার সাথে জিউসের ছলনার চিত্র একেছেন। ঐ ঘটনা আসলে ভবিষ্যত ধ্বংশের সংকেত দেয় । লেডার অসহায়ত্ব চিন্তন করেছেন কবি গভীর দক্ষতায় :
A sudden blow: the great wings beating still
Above the staggering girl, her thighs caressed
By the dark webs, her nape caught in his bill,
He holds her helpless breast upon his breast.
তবে, শুধু দোষ কি শুধু নারীর ? গ্রীক নৃপতিরা কি নাও ভাসিয়েছিল শুধু হেলেনের জন্য ? রাজ্য জয়ের লোভ কি তাদের ছিলনা ? ট্রয় ছবিটি যারা দেখেছেন তারা দেখেছেন একিলিসের সাথে গ্রীক রাজার বিতণ্ডা । তাতে রাজা আগামেমননের রাজ্যজয়ের লোভাতুর এজণ্ডোও চিত্রায়িত হয়েছে। রাজা আগামেমনের কাহিনীও কম চিত্তাকর্ষক নয়।
আগামেমনের কাহিনী নিয়ে পৃখক পোস্ট দেওয়ার ইচ্ছা রইল !
ওলি
oli


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

দেবরাজ ইন্দ্রের ও এই আলুর দোষ ছিল। দেবতাদের রাজা হলেই এই দোষ চলে আসে, নাকি এই দোষ থাকলেই দেবতাদের রাজা হওয়া যায়, কে জানে!

সজল

অতিথি লেখক এর ছবি

চমৎকার বলেছে ন । মনে হয় আলুর দোষ থাকলেই দেবতাদের রাজা হওয়া যায়।
ওলি

অতিথি লেখক এর ছবি

আলুর দোষ জিউসের সবচেয়ে বেশী ।
ওলি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আগামেমনের কাহিনী নিয়ে পৃখক পোস্ট দেওয়ার ইচ্ছা রইল !

আগামেমন নামে কেউ নাই, নামটা আগামেমনন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

সরি ভাই। "ন" ছুটে গিয়েছিল।
অনার্সে ১০০ মার্কের পরীক্ষা দিয়ে এখন "ন" ছেড়ে দিয়েছি ।
আগামেমনন নিয়ে আপনি কি পোস্ট দিতে চান না-কি?
ওলি

সাইদ এর ছবি

"Clash of the Titans"- মুভিতেও জিউসের আলুর দোষ পাওয়া যায়। (দেঁতো হাসি র ইমো হবে)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।