ধরাকে ছড়া জ্ঞান

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৯/০৭/২০১০ - ৪:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

জহিরুল ইসলাম নাদিম

কেউ কেউ ধরাটাকে
করেন যে সরা জ্ঞান
আমি ও রিটন ভাই
করি তারে ছড়া জ্ঞান!

সাগরে পাহাড়ে থাকে
আরো পাবে নদীতে
ছড়া থাকে ক্ষমতার
তুলতুলে গদিতে।

ছড়া থাকে পথে ঘাটে
ছড়া ওড়ে আকাশে
কারো হয় সোনামণি
কারো লাগে কাকা সে।

কিছু ছড়া গোবেচারা
কিছু ছড়া পাকনা
সে সব জটিল কথা
আজ তোলা থাক না!

ছড়া আসে হেঁটে হেঁটে
আসে ট্রেনে - লঞ্চে
শিশুতোষ বই ছেড়ে
রাজনীতি মঞ্চে।

গুলশানে আলিশান
বাড়িটার ভেতরে
যদি তুই যেতে চাস
যেতে দেবে কে তোরে?

অথচ ছড়ার গতি
অনায়াস সাধ্য
যেখানেই যেতে চায়
যেতে দিতে বাধ্য।

ছড়া থাকে সবখানে
অন্তরে বাহিরে-
সত্য ছড়ার ভয়ে
কারো প্রাণ ‘ত্রাহি’রে!


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।