ওত্তো রেনে কাস্তিইয়োর প্রতি :: বর্ণ অনুচ্ছেদ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২২/০৮/২০১০ - ২:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমার তখন একত্রিশ
তাজা আগুনের স্বাদ নিতে নিতে চূড়ান্ত নির্বাসন,
এই ওরা পেরেছিল বারবার, যার শুরু যখন তুমি সতেরো,
খুঁজেছিলে সাধারণের স্বপ্ন আর বিপ্লব রাজনীতির ভুল পথে
অথবা যার কোন পথ নেই,
বলেছিলে গল্প, হাতিয়ার আর ক্ষুধার চিরন্তন সংঘাতের
চোখে তুলেছিলে আঙুল সেইসব বুদ্ধিজীবীদের যারা রাজনীতি করেনা,
শুধু প্রচুর সুখে আর প্রাচুর্যে হয়ে থাকে অথর্ব, অকেজো
শিখিয়েছিলে বিপ্লবের দ্যুতিময় অক্ষরগুলোকে কী করে
গাঁথতে হয়, বাসতে হয় নিজস্ব আবেগ এবং ভাষায়
আর গার্সিয়ার সেই বিধবা, সাতাত্তরের সেই বৃদ্ধা
আর তার গিলে ফেলা অপমান এবং বাসোচ্ছেদের কান্নার ফোঁটা
হি হি করা ঠান্ডার ভেতর অন্যান্য আসবাবের সঙ্গে, অবিচারের কষ্ট,
আন্তোনিও আর তার নীল পাখি, স্পার্তাকুস আর তার ভাইদের জন্য
যারা রোমক ক্রুর অত্যাচারে ক্রুশে বিদ্ধ হবার পরও
বাতাসের কানে বলে গেছে, এসপেরানসা - আশা
করেছিলে প্রাচীন প্রশ্ন, অবস্থাপন্নের কুকুর আর দরিদ্রের কপাল
ভুগোলবিহীন ভালবাসা, লবণাক্ত তারার গল্প
আর বলেছিলে নির্বাসন, যা কিনা দীর্ঘ এক এভিনিউ
একা পথ হাঁটে তুমুল বিষাদ, সঙ্গী অসহ যন্ত্রণা ;

বরফের ভেতর তোমায় দেখেছি,
কোন এক আলোকচিত্রী তুলতে চেয়েছিল তোমার চোখ
পুরু ফ্রেমের আড়ালে, ছেপে দিয়েছিল বিষাদময় সৌম্যকান্তি
আর গোটা জীবন ঝাপসা মেঘের আড়ালে
গুয়াতেমালা আর গুয়াতেমালানদের জন্যে বিপ্লব
তোমার স্বপ্ন ।।

auto

[ওত্তো রেনে কাস্তিইয়ো (Otto René Castillo): গুয়াতেমালান কবি, বিপ্লবী এবং নাট্যকার । ১৯৩৬ এ জন্ম, রাজনীতিতে সক্রিয় ছিলেন । সতেরো বছর বয়সে নিজ দেশ হতে দশ বছরের জন্য নির্বাসিত হন এবং এল-সালভাদর চলে যান । সেখানেই তার পড়াশোনা এবং সাহিত্যচর্চা । সেখানে কবি রক ডালটন এর সঙ্গে তার পরিচয় হয় । ওত্তো ১৯৫৬ সালে "Autonomia" পুরস্কার লাভ করেন । পরের বছর World Youth Festival - এ তিনি শ্রেষ্ঠ তরুণ কবির পুরস্কার পান ।

নির্বাসন শেষে ১৯৬৪ সালে তিনি নিজ দেশে ফেরেন এবং Teatro Experimental de la Municipalidad নামে একটি থিয়েটার প্রতিষ্ঠা করেন । ১৯৬৫ সালে গুয়াতেমালান সরকার তাকে পুনরায় নির্বাসনে পাঠায় । ১৯৬৬ সালে তিনি গুয়াতেমালায় ফিরে আসেন এবং F.A.R. (Armed Revolutionary Front) এ যোগ দেন । ১৯৬৭ সালের মার্চ মাসে ওত্তো তার গেরিলা গ্রুপ সমেত বন্দী হন । ১৯ মার্চ ১৯৬৭ তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয় ।]

___________________________
বর্ণ অনুচ্ছেদ


মন্তব্য

জুয়েইরিযাহ মউ এর ছবি

ইদানীং রেনে কাস্তিইয়ো-তে ডুবে আছিস দেখছি.....
ভালো...
তথ্য সংগ্রহের লিংক উল্লেখ করলে ভালো হত।
চলুক অবশ্যই... চলুক

-----------------------------------------------------------------
নির্জলা নৈবেদ্য


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অতিথি লেখক এর ছবি

চলবেই তো

দ্রোহী এর ছবি
অতিথি লেখক এর ছবি

হাসি

বইখাতা এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

হাসি

তিথীডোর এর ছবি

চলুক কিপিটাপ রাজিব..

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

থ্যাংকু ম্যামপুই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।