এমন যদি করবিরে তুই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৪/০৮/২০১০ - ৯:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

এমন যদি করবিরে তুই
প্রখর এর কবিতা______

এমন যদি করবিরে তুই
কেন আমার মনটারে ছুঁই
দ্বীপ জ্বালায়ে আধাঁর সাঁঝে
হারিয়ে গেলি অতল মাঝে

দেখবি বলে অমরাবতী
আকাশ খুলে মেঘের ছাতি
স্বপন খুলে ঘুমের দেশে
আমায় পাবি রাজার বেশে

এমন হাজার গল্প মেলে
রুপোলি চাষ নৌকো জেলে
শুন্য ছিলো উঠোন কায়া
ছড়িয়ে ছিলি মনের মায়া

আমিও কেমন বেখেয়ালে
ঘুম দুপুরে মায়ার কোলে
নিঃস্ব সেজে সকলে দিয়ে
একলা জীবন যাই কাটিয়ে


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সুন্দর কবিতা!

নিঃস্ব সেজে/ সকলে দিয়ে
একলা জীবন/ যাই কাটিয়ে

শেষ দুলাইনের কথা একটু গতানুগতিক। আর শেষ লাইনের আগের লাইনটার দ্বিতীয় পর্বে অতিরিক্ত একমাত্রা কানে লাগে।

কবির সাফল্য কামনা করছি.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।