ছোট্ট ফড়িং

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ৩১/০৮/২০১০ - ১২:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছোট্ট ফড়িং
একলা রঙ্গিন
একলা উড়ে
মনের গহীন

লাল ফুলেল
নীল ভাবনা
মিঠেল রোদ
ছায়া ঢাকনা

শ্বাস ফুলেছে
আশ ভুলানো
বৃষ্টি ঝড়ে
মন দোলানো

ভাঙা পেন্সিল
রঙ্গিন সুতো
ছোট্ট চোখে
স্বপ্ন পুতো

মিঠেল সুর
নদীর পাড়
বাতাস টানে
মাঝির দাড়

মন কৌটো
উজান পাতি
ভ্রমর কালো
কৃষ্ণ রাতি

তারা ফোটা
মুক্তো আকাশ
মেঘ কারুকাজ
সুপ্ত আভাস

ছেড়া ঘুড়ি
কাকের বোধে
চোখ বন্ধ
পতন রোধে

শালিক ডানা
আলোর ডালি
আলেয়া টানে
মরুর বালি

চুপ ঘুমেতে
মন ভুলানো
ছোট্ট ফড়িং
মন মাতানো


মন্তব্য

সাবিহ ওমর এর ছবি

শিরোনামহীনের শুভ্র রঙ্গিনের কথা মনে পড়লো...একই সুরে গেয়ে দেখলাম, ভালই হাসি

প্রখর-রোদ্দুর এর ছবি

তাই ?

ভালো লাগা উৎসাহ বাড়িয়ে দেয় ।

-----------------------প্রখর

রোমেল চৌধুরী [অতিথি] এর ছবি

বাহ, চমৎকার লাগলো! বাহারী কল্পনা যেন ডানা মেলেছে!

ভাবনাটুকু ঠিক রেখে ছন্দের চুমকীগুলো আরো নিখুঁত করে বসানো যায় না?

ছোট্ট ফড়িং (৪) একলা রঙ্গিন (৪)
একলা উড়ে (৪) মনের গহীন (৪)----নিখুঁত

লাল ফুলেল (৩) নীল ভাবনা (৩)
মিঠেল রোদ (৩) ছায়া ঢাকনা (৪)----মাত্রাফের হলো

শ্বাস ফুলেছে (৪) আশ ভুলানো (৪)
বৃষ্টি ঝড়ে (৪) মন দোলানো (৪)----নিখুঁত

ভাঙা পেন্সিল (৪) রঙ্গিন সুতো (৪)
ছোট্ট চোখে (৪) স্বপ্ন পুতো (৪)----নিখুঁত

মিঠেল সুর (৩) নদীর পাড় (৩)
বাতাস টানে (৪) মাঝির দাড় (৩)----মাত্রাফের হলো

মন কৌটো (৩) উজান পাতি (৪)
ভ্রমর কালো (৪) কৃষ্ণ রাতি (৪)----মাত্রাফের হলো

তারা ফোটা (৪) মুক্তো আকাশ (৪)
মেঘ কারুকাজ (৪) সুপ্ত আভাস (৪)----নিখুঁত ও চমৎকার

ছেঁড়া ঘুড়ি (৪) কাকের বোধে (৪)
চোখ বন্ধ (৩) পতন রোধে (৪)----মাত্রাফের হলো

শালিক ডানা (৪) আলোর ডালি (৪)
আলেয়া টানে (৪/৫) মরুর বালি (৪)----চলবে

চুপ ঘুমেতে (৪) মন ভুলানো (৪)
ছোট্ট ফড়িং (৪) মন মাতানো (৪)----নিখুঁত

শুভ কামনা নেবেন!

রণদীপম বসু এর ছবি

ছন্দ বিশ্লেষণটা চমৎকার হয়েছে !

আশা করি প্রখর রোদ্দুর এবার স্বরবৃত্ত ছন্দের তালটা সঠিকভাবে আয়ত্ত করে নিতে পারবেন। আর একটু খেয়াল করলে দেখবেন যেখানে যুক্তাক্ষর ব্যবহার করেছেন সেখানেই শ্বাসাঘাতের কারণে ছন্দটা কেমন সঠিক মাত্রায় ছন্দময় হয়ে উঠেছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

প্রখর-রোদ্দুর এর ছবি

@ রোমেল চৌধুরী
আপনাকে ধন্যবাদ ।
আপনার এই মনদণ্ডের ক্রিয়া টি বেশ লাগলো । আসলে ছন্দ নিয়ে কাজ করেছি তেমন কিছুই না । তবে কিছু করলে তা যত্নের সাথেই করতে হয় । আমি চেষ্টা করবো আর বাকীটা তো আপনারা আছেন এভাবে ধরিয়ে দিলে অগ্রগতির পথে যাবেই ।

বোহেমিয়ান এর ছবি

রোমেল চৌধুরীর মন্তব্য চমৎকার লাগল।
শিখতে পারলাম!

আমার ছড়াটা বেশ ভালই লেগেছে।
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।