কবিতা আর প্রার্থনা আর দেয়া কিছু কথা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১২/১০/২০১০ - ৯:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চাকুরীসূত্রীয় এক জেষ্ঠা আপা কোন এক জন্মদিনের উপহার দিয়েছিলেন জন ডেনভারের এই গানটি। একটা ইমেইলে লেখা "শুভ জন্মদিন" আর একটা লিংক। আজো আমাকে ভাবায় গানটার অন্তর্নিহিত অর্থ। বোধহয় বুড়ো হচ্ছি।

মে ১৯৭১-এ প্রকাশিত জন ডেনভারের চতুর্থ আ্যলবামের শিরোনাম ছিল এই গানটি। একই আ্যলবামের "মেঠ পথ" (কান্ট্রি রোড) গান ত দুনিয়াশুদ্ধ সবাই চেনে।

আজকাল প্রায়ই ভাবি
জীবনের সময়গুলো
শেষ করা সব কাজ
কেমন ছিল সেইসব দিন
বিশ্বাস দানা বাঁধে
মনের মাঝে
ছেড়ে যেতে কষ্ট হবে

অনেক সূর্যের স্পর্শ
বৃষ্টিভেজা ঘুম
একাকী দুয়েক রাত্রি যাপন
নারীর স্পর্শসুখ
কিছু একান্ত বন্ধু
আর নিজের ঘরে ঘুম

স্বীকার করতেই হবে
জীবনটা ভালই ছিল
সত্যিই ভাল
ঘুরে-বেড়ানর সুযোগ
শুয়ে থাকা আগুনের পাশে
চেয়ে চেয়ে দেখা সন্ধ্যার পরিসমাপ্তি
যখন বন্ধুরা আর আমার বুড়ি
বসে বসে তামাক বিলায়

কবিতা আর প্রার্থনা আর দেয়া কিছু কথার আলাপ করে
আর বলে কিছু বিশ্বাসের কথা
ভালবাসা কি মিষ্টি
অনুভব যে কি ঠিক
কতটা সময় দিয়েছে পাড়ি গতকালের পর
কি হবে আগামিকালের
কি হবে আমাদের স্বপ্নের
আর মেলান সব স্মৃতির

এখন দ্রুত কাটে দিনগুলো
রাতগুলোও দীর্ঘ হয় কম
শীতের সময় করে চারপাশে ফিসফিস
পরিবর্তনে শংকিত
তবুও হাসতে হয়
বুড়ো হবার চিন্তা উত্তেজিত করে
যদিও জীবন ছিল ভালই
অনেক কিছু বাকি
জানে না মন কত কথা
একটা পরিবারের চাওয়া
দ্বিকভ্রষ্ট সমুদ্রযাত্রা
আর ছন্দময় চন্দ্রালোকিত পর্বত পাড়ি

স্বীকার করতেই হবে
জীবনটা ভালই ছিল
সত্যিই ভাল
ঘুরে-বেড়ানর সুযোগ
শুয়ে থাকা আগুনের পাশে
চেয়ে চেয়ে দেখা সন্ধ্যার পরিসমাপ্তি
যখন বন্ধুরা আর আমার বুড়ি
বসে বসে তামাক বিলায়

কবিতা আর প্রার্থনা আর দেয়া কিছু কথার আলাপ করে
আর বলে কিছু বিশ্বাসের কথা
ভালবাসা কি মিষ্টি
অনুভব যে কি ঠিক
কতটা সময় দিয়েছে পাড়ি গতকালের পর
কি হবে আগামিকালের
কি হবে আমাদের স্বপ্নের
আর মেলান সব স্মৃতির।

অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর@জিমেইল ডট কম

গানটা শুনতে পাবেন এখানে http://www.youtube.com/watch?v=q5EKr2dIQnQ


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

"তবুও মনে হয়, এ জীবন তো ভ্রান্ত নয়।
দেখেছি কত আলো, এই আঁধারেও আমি।।"

আমার অন্যতম প্রিয় একজন গায়ক জন ডেনভার। যার সব গানগুলোই মনে হয় আমারই মনের কথা।
ভাবানুবাদ ভাল লেগেছে।

অনন্ত আত্মা

অতিথি লেখক এর ছবি

জন ডেনভারের মর্মস্পর্শী বক্তব্য আর সুর দু্ই মিলে যে আবহ তৈরী করে,তা সত্যই অসাধারণ।

ভাল লেগেছে জেনে ভাল লাগল।

অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর@জিমেইল ডট কম

অতিথি লেখক এর ছবি

কি মর্মস্পর্শী, একজীবনে বোধহয় আমি এমনটি লিখতে পারবো না!
রোমেল চৌধুরী

অতিথি লেখক এর ছবি

আপনার নিজের লেখার ছন্দ আর ভাব দুটোই সাতন্ত্রিক এবং সম্পন্ন। আপনার নিজশ্বতাই আপনার বড় সম্পদ। চালিয়ে যান।আপনার লেখা পড়ে সাহস পাই।

অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর@জিমেইল ডট কম

সিরাত এর ছবি

"Jibonta bhalo chilo" dhoroner kotha gaan e bhalo lage, ekhaneo legeche, tobe alada kore bhabte boshle 'synthesizing', 'rationalization', 'absurd' e dhoroner shobdogula mathai ashe. Jibon e kono qualitative value arop kora ki adou shombhob? Tobe shob kichui to drishtibhongi nirbhor, shutorang beshi bishleshon e aar jabo na. হাসি

অতিথি লেখক এর ছবি

সিনথেসাইজ না কোরেও জীবনকে মনে হয় বিচার করা যায় মোটাদাগে কিংবা গড়পড়তা হিসাবে। মোটের উপর ভাল হলেই তো হল, আর কি চাই?

অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর@জিমেইল ডট কম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।