স্মৃতির গুলাবে একটি গোলাপের মৃত্যু

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১১/১১/২০১০ - ৯:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বেদনার সাথে দেখা হলে
স্মৃতিগুলো গুলাবি হয়ে ওঠে।
গোলাপকুশনে খুঁটে রাখি
কাঁটা, ...
গোলাপের বুকে রক্ত তাজা।

বাতাসে ছড়িয়ে পড়েছে
গোলাপস্মৃতি;
আহ্ কতই না উন্মনা!
গোলাপটি মরে গেছে।

(রোজারিও)


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

ভাই গো, ট্যাগ ব্যবহার করার এক মাহাত্য আছে, একটা শানে নুযুল আছে। সেইটা হলো, ভবিষ্যতে একই ট্যাগের অন্তর্গত লেখা(গুলো) যাতে চট করে বের করে ফেলা যায়! আপনার ট্যাগ দেখে ঠিক বুঝতে পারলাম না, আপনি সামনে "গুলাবে", "গোলাপের", "একটি" নামে কোনো সিরিজ করবেন কি-না! যদি না করেন, তাইলে এই 'ট্যাগ'গুলো রাখার মানে কী? এর চেয়ে আপনার নাম "রোজারিও" ট্যাগ হিসেবে ব্যবহার করলেও তো ভবিষ্যতে যে পাঠক আপনার লেখা পড়তে চাইবেন, সেটা খুঁজে পাবেন চট করে।

ট্যাগের জায়গাটার একটা যৌক্তিক ব্যবহার করুন দয়াকরে।
আর হ্যাঁ, সচলে অবশ্যই আপনাকে স্বাগত জানাই।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

অতিথি লেখক এর ছবি

আজগুবি ট্যাগিং এর জন্য দুঃখিত। আসলে একেবারেই নতুন এখানে। ট‌্যাগগুলো ওভাবে দৃশ্যমান হবে, কোনো ধারণাই ছিল না। ভেবেছিলাম টেকনিক্যাল বিষয়; ক্যাটাগরী আর বয়সগ্রুপ শুধু দেখা যাবে শুধু। এখন এডিট করা যাবে কি!

আপনাকে ধন্যবাদ। সচলে আমার পাওয়া প্রথম মন্তব্য।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।