লোকটা এহনো মরে নাই। একটা শর্ত পূরণ হয় নাই।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১১/০২/২০১১ - ৩:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মহাবয়ান(গ্র্যান্ডন্যারেটিভ)গুলার 'রেকর্ড' (ইনভার্টেড কমার মধ্যে দিলাম কারণ সাবঅল্টার্নরা বলে যেগুলারে আমরা রেকর্ড বলি সেগুলিতে ঝামেলা আসে- কথা সত্য) খুব খারাপ। উদাহরণগুলা দেখেন আপনেরা -
- ধর্ম (মধ্যযুগে যা একটা কাণ্ড করলো)
- মার্কসবাদ (কতযে কেমিক্যাল লোচা করসে)
- পুঁজিবাদ

মুক্তিযুদ্ধটারে মহাবয়ান কওয়ার দরকারটা কি? লিওতার যে সংজ্ঞা দিসে তাতে মহাবয়ানের শুরু, মাঝখান আর শেষ থাকা দরকার। আমি কিন্তু একটুও ঝগড়া করতে চাইনা (মানে কইতে চাইনা যে মার্কসবাদ শেষ . . . পুঁজিবাদ শেষ এইটা কওয়ার তো প্রশ্নই ওঠে না)। আবার একভাবে কওয়াও যায় যে 'মা' আর 'পুঁ' খোলস ছাড়সে (মানে লিওতারের হিসাবে একমতো শেষ হইসে আরকি)।

যদি বিনাতর্কে মাইনা নেই যে পৃথিবীর 'রেকর্ডেড' ইতিহাস যারা জিতসে খালি তাগো কথাই কয়, তাও তো মুক্তিযুদ্ধ ধরা। এইডা কেমন বিজয়ীর ইতিহাস? বিজয়ী, বিজিত, ধর্ম, পুঁজিবাদ, মার্কসবাদ - আমাগো মুক্তিযুদ্ধের লগে গিট্টু পাকাই গেসে এক্কেরে। একটার পর এটা খোলস পরতাসে - কোনটা ধর্মের, কোনটা 'পুঁ'-এর, এইরকম আরকি। খোলস ছাড়া তো দূরের কথা।

পেঁয়াজের খোসা ছাড়ানের ভিডিওরে রিওয়াইন্ড কইরা দিলে যা হয়। ভালো ঝাঁজও আসে।

এরমধ্যে আবার ডিকনস্ট্রাক্ট করাও শুরু হইয়া গেসে। ইংলিশ মিডিয়ামের পোলাপানের দশ বসরের সিলেবাসের মইদ্যে কনস্ট্রাক্ট করাই এহনো বাকি। আরো কত কিসু 'নির্মাণ' করা বাকি।

আর '৭৫-এর পর মুক্তিযুদ্ধের ন্যারেটিভ লইয়া যা হইসে তা কি ডিকনস্ট্রাক্ট-এর কিসু কম নাকি?

লোকজন সিনেমা টিনেমা বানায়া, থিওরি টিওরি দিয়া যা সব করতাসে - কয় বলে ডিকনস্ট্রাক্ট করতাসে। আরে কি ঘন্টাটা ডিকনস্ট্রাক্ট করবা তুমরা। ভাইঙ্গা চুইরা একাকার কইরা ফালাইসে যেইটা সেইটারে আবার ডিকনস্ট্রাক্ট। লার্জ হেডরন কোলাইডার যেমন প্রতিকণা তৈরী করে, অস্তিত্ব নাই বললেই চলে।

আমার এক কাকা মুক্তিযোদ্ধা। সিনেমা টিনেমার কথা শুইনা হাসে। অনেক্ষণ গুতাইলাম। একটা কথাও কইলো না। শিক্ষিত লোক কিন্তু।

মনে কইরেন না যে ডিকনশটেরাক্টো বুঝে না। সেইজ্ঞান আবার টনটন।

আরেকটা জিনিস টনটন করে - এহনো।

চাইর জায়গায় গুলি খাইসিলো। বন্ধুর লাশ কান্দে লইসিলো।

এ্যারে আপনেরা কি ডিকনস্ট্রাক্ট বুঝাইবেন?

লোকটা এহনো মরে নাই। এহনো মুক্তিযুদ্ধ মহাবয়ান হইতে পারেনাই। একটা শর্ত পূরণ হয় নাই।

কাঙ্ক্ষিত নিক: ভুলজন্ম

*** যদি লেখাটা ছাপানো হয় তাইলে একটা মেইল দিয়েন। নাকি মেইল দেয়ার নিয়ম নাই? আপনাগো এইহানে সবকিসুই বড় জটিল। ইমেইলটা কি লুকাই রাখা যায়? চুপচাপ পইড়া চইলা যাবো তাও হয়না। এমন সব লেখা যে নিজর কিসু একটা লেকতে ইসসা করে।


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

সারছে। শেষের ফুটনোটই তো দেখি লেখার চেয়ে উপাদেয় হয়ে গেছে।

ভুলজন্ম এর ছবি

আমি তো ভাবিই নাই যে ফুটনোটটা ছাপাই দিবো . . . তবে পড়ার লাইগা ধইন্নবাদ

অতিথি লেখক এর ছবি

আরে ভাই, চুপচাপ পড়ে চলে যাবেন কেন ? আপনারে যাইতে দিলে তো ! এমন উপাদেয় লেখা যিনি লিখেন, তাকে তো কিছুতেই যাইতে দেওয়া যায় না। আপনি আরো লিখেন এমন চমৎকার লেখা। হাত খুলে লিখেন, মন খুলে লিখেন।

আরেকটা কথা বলি। আসলেই এখানকার নিয়ম-কানুন বড়ই জটিল। এর মধ্যে একটা নিয়ম হচ্ছে - এখানে একবার কেউ কিছু লিখে ফেললে এক লেখায় তার আর নিস্তার নাই। বার বার লিখতে হবে তাকে। এই নিয়ম ভঙ্গ করে আর না লিখলে "সচলায়তন ভূত" নামে একটা ভূত আপনাকে শয়নে-স্বপনে-জাগরনে অনন্তকাল ধরে তাড়া করে বেড়াবে। ভীষণ জ্বালাবে। সুতরাং এই ভূতের যন্ত্রনা থেকে বাঁচতে হলে নিয়মিত লিখতে থাকুন এখানে।

ভুলজন্ম এর ছবি

চ্যাষ্টা করবো . . . লেকতে . . . আপনারে অনেক ধইন্নবাদ ভাই

পাঠক চিজ এর ছবি

" আর '৭৫-এর পর মুক্তিযুদ্ধের ন্যারেটিভ লইয়া যা হইসে তা কি ডিকনস্ট্রাক্ট-এর কিসু কম নাকি?" - ৭২ - ৭৫ ন্যারেটিভ খোলাসা করিয়া বলিলে জটিলতা ঘুচিত

ভুলজন্ম এর ছবি

এই জটিলতা ঘোচানোর ক্ষমতা আমার নাই ভাই . . . তবে হ্যাঁ . . . রাস্তা দেখা যাইতো অবশ্যই . . . আপনার মন্তব্যের জইন্ন ধইন্নবাদ . . .

অনিন্দ্য রহমান এর ছবি

পাঠক চিজের প্রশ্নটি গুরুত্ববহ। আর লিওতার কে জানতে মঞ্চায় ...
ভাষায় আরো সরল হলে, কন্টেন্ট বুঝতে সুবিধা হয়, ইন জেনারেল হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ভুলজন্ম এর ছবি

ভাষা আরেকটু সরল করার চ্যাষ্টা করমু পরেরবার . . . ছাপা হইবো কিনা জানতাম না . . . লিওতার বিষয়ে একটা নির্ঘণ্ট দেয়া যাইতে পারতো

oporichito এর ছবি

bhai:

apnake ovinondon ato shundor lekha upohar deoar jonno

ভুলজন্ম এর ছবি

আপনারে অজস্র ধইন্নবাদ ভাই

অতিথি লেখক এর ছবি

ভাল লাগছে।
-------------------------------
Sad Poems

ভুলজন্ম এর ছবি

থ্যাঙ্কু . . . হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।