সনাতন, ফিরে এসো মৃত্তিকার বোধ

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: রবি, ১৯/০৬/২০১১ - ১০:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সনাতন, খুব করে এসো ফিরে
প্রবঞ্চক সময়ের হাত ধরে
ভেঙে সব আধাঁরের স¡রলিপি
আরবার এসো; আরো একবার দেখি
সরল, সহজ ক্যানভাসে মোড়া
জননী - জন্মভূমির আচঁলজোড়া
অদ্ভূত নবান্নের উৎসব লেগেছে
পাললিক শতধা প্লাবনে
সব নষ্টামী ধুয়েমুছে গেছে
ঐতিহ্য অনুগামী অশেষ আগুনে;
প্রানপন দেখি,
বাংলাদেশের হৃদয় জুড়ে
আবারো উঠেছে জেগে
মৃত্তিকার বোধ।।

--- খুলনা, 17.01.2011


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

ভালো লেগেছে।

আপনার নামটাতো দিলেন না।

ফাহিম হাসান এর ছবি

ভালোই, কিন্তু কিছু টাইপো, বানান ভুল রয়ে গিয়েছে (অদ্ভুত, আঁচল, প্রাণ...)। নামহীন কবিকে শুভেচ্ছা।

রোমেল চৌধুরী এর ছবি

খুব, খুব ভালো লাগলো! মুগ্ধ হলাম। এমন মুগ্ধতা জাগানো কবিতা আরো অনেক পড়তে চাই! পাঁচ তারা দিতে এতটুকু কুন্ঠা নেই!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অনার্য সঙ্গীত এর ছবি

বাহ! চমৎকার। আরো পড়তে চাই।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নীলকান্ত এর ছবি

সুন্দর এক কবিতা।


অলস সময়

কবি-মৃত্যুময় এর ছবি

চমৎকার লাগল!!! চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বেশ ভালো লাগলো... লিখতে থাকুন

______________________________________
পথই আমার পথের আড়াল

ব্যাঙের ছাতা এর ছবি

অসাধারন কবিতা। হাততালি
আপনার এই কবিতা পড়ার অনেক আগে থেকেই আপনার লেখার ভক্ত হয়ে আছি আমি। সচলায়তনের "মনের মুকুরে" থেকে লেখাটি পড়ে আরো ভাল লাগছে।

তানিম এহসান এর ছবি

আত্মপ্রকাশে কেমনধারা বেমানান ছিলাম এখন নিশ্চিত বুঝতে পারছি। প্রথম লেখাটিতে যারা মন্তব্য করেছিলেন তাদের কাছে অশেষ কৃতজ্ঞ থেকে গেছি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।