কিছুটা স্বপ্নের ঘুম প্রায়শ অতীত

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৭/১১/২০১৩ - ৩:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের গ্রামটি’র নাম ছিল চৈতন্যপুর, সুহৃদ ছিল তার নদীটি’র নাম; দুই ধারে আনমনা কাশবন, তারপর একাকিনী ফাঁকা মাঠ নিকনো সবুজে ঢেউ। এলোমেলো পাড়া ছিল, আরও ছিল পাড়াদের ঘর-বাড়ী- মানুষের নাম। পাখীটির নাম ছিল সুজলা, সুফলা ডানায় তার ভিড় করে মিশেছিল দেহাতী শস্যের শরীর, ঘরণীর আরও ছিল গোলা! আমাদের হাটুরে যত মেঠো-পথ জুড়ে ছিল সনাতন বৃক্ষের নিকেতন ছায়া, ফল ছিল গুণবতী, প্রশাখার ঔষধি শ্বাসে ছিল পথিকেরা ছায়াময়...

আমাদের দিন ছিল রোদ্দুরে, দুপুরের আলোয়ানে মিঠে সব বাতাসের সাথে ছিল একটি প্রফুল্ল বাঁশী সহজাত, দুইটি তবুও ঘুঘু- ডেকেছিল দূরে! বউচি বিকেলে ছিল ডাংগুলি ধুলোদের ষোলঘর-ষোলঘুঁটি, আরও ছিল কানামাছি শেষ আলো ছুঁয়ে যাওয়া ঘুড়িদের আশ্চর্য নাটাই। সন্ধ্যার এলো চুলে তবুও লুকোনো ছিল কতিপয় বিকেলের ঘ্রাণ, আঘ্রাণে মিশে ছিল জলচর এটেল-দোআঁশ। আমাদের ঝোপ নামে ছিল সব ঝাড়বাতি, এলোমেলো কিছুটা সবাক জোনাকি। আমাদের কিন্নর রাত ছিল খোলামেলা জানালায় বুনোফুল চাঁদ, দরোজার নাম ছিল আধখোলা...

আমাদের বসতি গৃহে তবুও গাছেরা জীবিত ছিল আহ্লাদিত বনে! সাধ ছিল চৌকাঠে পরবাসী, মসলিন মাটির প্রলেপে ছিল আধ-ভাঙা চুড়ি, রমণীয় নাম ছিল উষ্ণতা, উঠোনের আকাঙ্ক্ষা ছিল পড়শি ডাহুক। মন্থর পিদিমে-লন্ঠনে ছিল কৃষকের কবিগান-যাত্রা-পালা, কিষাণী সুনাম ছিল সুরে। আমাদের বৈঠার হাল ছিল তিন-দাঁড়ে, মধুমতী সাধ ছিল শাপলা-শালুক! মেঘবতী সমাজের নাম ছিল মল্লারে! আমাদের গোয়ালা ঘাসে জীবদের নাম ছিল আদুরী-সোহাগী, জালহীন মাছেদের নাম ছিল পাবদা-তপসে-বাতাসী। আলতায় রাঙানো ঘানি নিজ থেকে গানখানি গেয়ে যেতো সময়ের -- প্রিয়তোষ সরষের দোটানা শরীর ভেঙে ঝরে যেত কাঁকইয়ের এলায়িত ঘুম!

আমাদের আঁচলের ডাক ছিল মাতৃক, পৈত্রিক ভিটে ছিল খড়িমাটি, পাললিক ভগিনী’র ছিল ভাইফোঁটা সাধখানি ঢের! আমাদের ফুল ছিল অভিমানী, ডাকঘরে জমা ছিল ঝরে যাওয়া পাতা- কোমলতা-ভাষা; আমাদের আবেগের জুটেছিল পৌষালি কিছুটা শিশির- নিমগ্ন। আমাদের মরমের ধার্মিক পরিভাষা জানা ছিল, মর্মে’র চারণে আলেখ্য লিখেছিল সর্বনাম মানুষেরা- মানুষেরা...

আমাদের গ্রামটির পুরোভাগে নাম ছিল চৈতন্যপুর, পরিশেষে পোড়াদহ- নোনাজলে.......... বাঙালীর ভুলে যেতে নাম ছিল বাকি!

উৎসর্গ: লেনিন ভাই, সবসময় চিকিৎসা নিতে যাই কিন্তু আড্ডা দিতে বেশি লাগে ভাল। এই লেখা’র প্রথম লাইনটুকু সবার আগে শুনেছিলেন যিনি!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

বাহ! গদ্য ছন্দে লেখা মায়াময়তা, কি যেন এক শান্তির পরশ ছড়িয়ে দিয়ে গেল। আবার দিলো কিছু নাম না জানা বিষন্নতা। চলুক

মাসুদ সজীব

তানিম এহসান এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ। হাসি

অতিথি লেখক এর ছবি

আহ্‌ কি মায়ামাখা লেখা! মন জুড়িয়ে গেল ভাই, সত্যিই!

ভাল থাকুন।

গান্ধর্বী

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ আপনাকে। হাসি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

আমাদের সেই গ্রামের নামটি অঞ্জনা ---

জায়গামত এন্টার দিলে যা দারুন একটা কবিতা হবে না!!!

সন্ধ্যার এলো চুলে তবুও লুকোনো ছিল
কতিপয় বিকেলের ঘ্রাণ,
আঘ্রাণে মিশে ছিল জলচর এটেল-দোআঁশ।
আমাদের ঝোপ নামে ছিল সব ঝাড়বাতি,
এলোমেলো কিছুটা সবাক জোনাকি।
আমাদের কিন্নর রাত ছিল
খোলামেলা জানালায় বুনোফুল চাঁদ,
দরোজার নাম ছিল আধখোলা...

____________________________

তানিম এহসান এর ছবি

অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রোফেসর, শুভেচ্ছা রইলো কষ্টটুকু করার জন্য। হাসি

এক লহমা এর ছবি

আমি কিন্তু এভাবে না ভেঙ্গে গদ্যকবিতা হিসেবে পড়ে বেশী আরাম পেয়েছি। কোনদিন যদি কবিতা লেখা নিয়ে কোন ব্লগ লিখি, এই কবিতা সেখানে নমুনা হিসেবে কাজে লাগানোর ইচ্ছে রইল। হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তানিম এহসান এর ছবি

অশেষ কৃতজ্ঞতা জানবেন।

অতিথি লেখক এর ছবি

''আমাদের মরমের ধার্মিক পরিভাষা জানা ছিল, মর্মে’র চারণে আলেখ্য লিখেছিল সর্বনাম মানুষেরা- মানুষেরা...''

সুন্দর লিখেছেন। ছন্দের তালে তালে গদ্য লেখা-অভিনব।

শব্দ পথিক
নভেম্বর ৭, ২০১৩

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ শব্দ পথিক। হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্, কী সুন্দর

______________________________________
পথই আমার পথের আড়াল

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ নজু ভাই হাসি

মামুন মাহমুদ এর ছবি

এমন মায়াময় গদ্য পড়েছিলাম হুমায়ুন আজাদ এর 'ফুলের গন্ধে ঘুম আসেনা' তে ।।

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ মামুন মাহমুদ হাসি

এক লহমা এর ছবি

এ কেমন ব্যবহার কবি, গরীব পাঠকের সাথে কেমন রগড়!
দুরন্ত কবিতা লিখে খামখা ট্যাগায় দিলেন 'ব্লগরব্লগর'!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তানিম এহসান এর ছবি

রগড় কি ব্যবহারে হয়, গরীব মানুষে?
ব্লগরব্লগর মানে যা লিখি আবেশে...
কবিতা কি ট্যাগ বুঝে- পাঠক সহায়,
এক লহমার আবেগে সব মুছে যায়
যাপিত জীবনের ক্লেদ কিংবা গ্লানি!

ধন্যবাদ আপনাকে হাসি

তারেক অণু এর ছবি
তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বরাবরের মতই মায়াবী হাততালি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ হাসি

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু
নমস্য তুমি হে কবি।

ভালো থেকো তানিম।
শুভেচ্ছা, নিরন্তর।

--------------------------
কামরুজ্জামান পলাশ

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ পলাশ ভাই। নিরন্তর শুভকামনা।

শাহীন হাসান এর ছবি

দৃষ্টি এড়িয়ে গিয়েছিল কবিতাটি । না পড়লে মিস্ করতাম। অনেক দূরে গিয়েছিলাম হেঁটে হেঁটে, কবিতার হাত ধরে ।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ শাহীন ভাই হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।