সংশয়ে কামনা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০১/০৭/২০১১ - ১১:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সংশয়ে কামনা
- প্রখর রোদ্দুর

রেবতী তোর মাতাল ঝড় এ
কালকে যতো ডাল ভেঙ্গেছি
পাখির বুকে শিমুল বীজে
বাধ মানেনি ব্যাধ পুড়েছে
আক্রমণের সংগোপনে
জবার আগুন তারায় ফুটে
বৃন্ত খোঁড়ার লেপ তোষকে
উষ্ণ আদর আঁচল পাকে
ঘুমিয়ে থাকা জন্তুটাকে
ডাকাত হওয়ার মন্ত্র দিলি।

সেই কাঙ্গালি নুলো হাতে
স্যাতলা ভেজা পাথর ফাঁকে
সাদা হাঁড়ের কপাট ভেঙ্গে
ধূসর পাড়ের দামাল ঘাড়ে
মহুয়া চোলাই নুনের গুড়োর
মিষ্টি হেসে রক্ত মাখা গন্ধ নিলি
সারেঙ্গ রে তুই জোয়ার ভাটায়
নৌকোডুবি ছলের ছুতোয়
পাড় ভাঙ্গানির খেল শোখালি।


মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

ভাই,
প্রথম স্তবকটি নিয়ে কথা বলি। ছন্দের ঘোড়া পড়িমড়ি করে ছুটছে যেন। প্রথম লাইন শেষ হবার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে দ্বিতীয় লাইনে, দ্বিতীয় থেকে তৃতীয়ে এবং একইরকম ঘটেই চলেছে। স্তবকের শেষে এসে আপনি দাড়ি টেনে দিলে কি হবে? পাগলা ঘোড়া তো আর ছুট বন্ধ করলো না সেখানে। দড়ি ছিঁড়ে বেড়া ভেঙে লাফিয়ে পড়লো পরের স্তবকের গায়ে। ফলে ছন্দের তাড়া পাঠককে ছুটিয়ে মারছে লাইন থেকে লাইনে। এভাবে একনাগাড়ে ছুট লাগানো কি চলে, দম ফেলবার ফুসরতটুকু তো চাই! কি করে তা দেয়া যায়? স্বরবৃত্তের তো একটাই চাল, চার মাত্রার চাল। মাঝে মাঝে বাড়তি দু কিম্বা চারমাত্রা জুড়ে দিন, দেখবেন কি চমৎকার স্বচ্ছন্দভাব এসে যাচ্ছে। সেটি যে আপনি পারেন তার প্রমাণও রেখেছেন এই চরণটিতে,

মিষ্টি হেসে রক্ত মাখা গন্ধ নিলি

প্রতি চরণে ৪+৪=৮ মাত্রা কিন্তু উদ্ধৃত চরণটিতে ৪+৪+৪=১২ মাত্রা। "গন্ধ নিলি"-এর এখানে শেষের বাড়তি চারমাত্রা জিরিয়ে নেবার অবকাশ দিচ্ছে।

আপনার ছন্দে লেখার হাত খুব ভালো, মেতে থাকুন!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

প্রখর-রোদ্দুর এর ছবি

ভাই রোমেল চৌধুরী
সত্যি কথা বলতে কি আমি ছন্দে লিখেছি এই উপলব্ধিটাই আমার আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে। একেই হয়তো জ্ঞ্যান বলে আর আমার লেখার বেভুলেই লেখা। একটি গানের সুর মাথায় ঘুরছিলো তার তালে তালে লিখে গেছি। তবে আপনার -
"""মিষ্টি হেসে রক্ত মাখা গন্ধ নিলি

প্রতি চরণে ৪+৪=৮ মাত্রা কিন্তু উদ্ধৃত চরণটিতে ৪+৪+৪=১২ মাত্রা। "গন্ধ নিলি"-এর এখানে শেষের বাড়তি চারমাত্রা জিরিয়ে নেবার অবকাশ দিচ্ছে।"""
এই উদাহরন আমার বোধগম হয়েছে কিছুটা। মনে হলো এভাবে টিপস দিলে ছন্দ নিয়ে ভাবতে পারবো আরো পরিষ্কার। অনেক কৃতজ্ঞতা আপনার এই বন্ধুসুলভ পাঠের মাঝে আমার সব লেখার মন্তব্য গুলোর জন্য।
সাথেই থাকবেন হয়তো শিখতে পারবো আরো অনেক।

ভালো থাকুন, সাথেই থাকুন হাসি
-প্রখর

অতিথি লেখক(শান্তিপ্রিয়) এর ছবি

কবিতা-ছন্দ খুব ভাল বুঝি না...কিন্তু পড়তে ভাল লেগেছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।