গান

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৫/০৭/২০১১ - ৮:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অমিতাভ দেব চৌধুরী

অনেকখানি সুদূর যখন একটুখানি নিকটের কাছে এসে বসে থাকে
তখনই,গানের জন্ম হয় ৷

তোমার মনে হবে,যেন ইরান থেকে আফগান সীমানা পেরিয়ে
অসংখ্য কাটাকুটির বলিরেখা- ছাওয়া বৃদ্ধ কাঁটাতার সাঁতরে
ওই গান,পাক-প্রহরীর ঘুমচোখ এড়িয়ে
দাঁড়িয়ে পড়েছে তোমার এই
শ্যামল নদীতীরের পারে মাঝির লোমহর্ষে ।

অনেকখানি গান যখন একটুখানি পাথরের কাছে এসে বসে থাকে
তখনই,ঝর্নার জন্ম হয় ।

তোমার মনে হবে,গলায় সুর থাক আর নাই থাক,
ওই গান গাইতে না পারলে তোমার
বুকের পাথর কিছুতেই সরবে না ।

অনেকখানি ঝর্না যখন অল্প একটু বালির কাছে এসে বসে থাকে
তখনই,মরুভূমির জন্ম হয় ।

তোমার মনে হবে,বালি,তোমার ধুলোবালিরই
জয় ঘোষিত হলো শেষপর্যন্ত !

বালির স্বেচ্ছাচারে,বালির বন্যায়
তোমাকে ভীষণ মরুভূমি বলে মনে হয় ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।