সমুদ্রবিলাস!!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২১/০৭/২০১১ - ১০:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

সমুদ্রবিলাস!!
-- তানিম এহসান

১.

অসীম শূন্যতা তোমার!!
এতোটাই যে,
আমার যা কিছু শূন্যতা
সব ভেসে গেলো,
চলে গেলো তোমার আঁচলে;
এই দু’চোখের কোলে শূন্যতার বৃষ্টি ঝরেছিলো!
দু’চোখ সেই জল ধরে রেখেছিল দুঃখেরও বিলাসে,
সেই জল তীব্র বিগ্রহ আবেগে ঝরেনি।

আর সাগর!
কত সহজেই না জেনে নিলে তুমি
আমার দু’ফোটা ইতিহাস!!

-- ২৪৩/বি; মীর মশাররফ হোসেন হল, জাবি; ১৯৯৬ (সমুদ্রে যেতে মন চাইতোনা, দূরত্বটাতেই বিশাল বিলাস ছিলো। এই লেখাটা আমার প্রথম সমুদ্র যাত্রার তিনদিন আগে লেখা।)

২.
হঠাৎ চমকে দেখি দু’ফোটা জল
জল যদি টলোমলো নাই হবে
তবে আর জলজ বিভূতি কেন!!
(এটা সমুদ্র দেখার পরে লেখা! আহা সমুদ্দুর, কতদিন ছুইনা তোমাকে!!)

(উপসংহারঃ এখানে সময়, দেখা নাদেখা ইত্যাকার বিষয়গুলো সমুদ্রের প্রতি বিমুগ্ধ প্রণতি বোঝাতে ব্যবহার করা হইয়াছে। ছবিঃ কুয়াকাটা ২০০৮)

ছবি: 
24/08/2007 - 2:03am

মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।