এমন যদি হতো

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৯/০৭/২০১১ - ৯:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

একবার চোখ বুজে ভাবো দেখি সিনটা
রাস্তায় যানজট নাই পুরো দিনটা
হুট-হাট রাতে আর হচ্ছিনা অন্ধ
লোডশেডিং এর দৌড় একেবারে বন্ধ ।
উৎকোচ ঘুষ দিতে হবে না আর কিছুতে
থেমে যাবে ভাঙচুর ছোট ছোট ইস্যুতে ।
দলে দলে কোন্দল হানাহানি ধ্বংস
এই সব কাজে কেউ নিচ্ছেন অংশ ।
মানবতা প্রতি প্রাণে তাই সবে ব্যস্ত
কল্যাণ কাজে লোকে এক মনে ন্যস্ত ।
অসহায় দুস্থের সেবা হবে লক্ষ্য
স্বার্থের লোভে কেউ গড়বে না সখ্য ।
অর্থের মোহ থেকে জুটে যাবে মুক্তি
এক হয়ে রবো সবে, একতাই শক্তি ।
আনমনে বসে একা এই ছবি আঁকছি
সফল তা কবে হবে তাই বসে ভাবছি ।

নাদিয়া জামান


মন্তব্য

নাদিয়া জামান এর ছবি

গেস্টদের জন্য তো এডিট অপশনটি নেই ... ছড়াটার নাম মন মতো হয় নি। মন খারাপ মন খারাপ

মৃত্যুময়-ঈষৎ এর ছবি

চমৎকার লাগলো ছড়াটা!!!! তবে এমন হলে আসলেই ভালো হত। হাসি

নাদিয়া জামান এর ছবি

হুম স্বপ্ন দেখতে দোষ কি বলেন

তানিম এহসান এর ছবি

ব্যাপার না! নাম হোক যথাতথা অর্থ হোক ভালো! অর্থ ভালো হয়েছে, ভাবটাও প্রকাশিত হয়েছে। আর কি চাই? নিশ্চিন্তে ঘুমোন চোখ টিপি

নাদিয়া জামান এর ছবি

মৌনকুহর এর ছবি

পাঁচ নম্বর পঙক্তিটা নিয়ে কি একটু ভাবা যায়? ছন্দে সামান্য ছেদ পড়ছে বোধ হয়।

বাকিটা দুর্দান্ত!! হাততালি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

অনার্য সঙ্গীত এর ছবি

বাহ।
[পাঁচ নম্বর পঙক্তিটাতে আমারো বাধল।]

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ধৈবত(অতিথি) এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।