চুম্বন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৩/০৬/২০১২ - ১২:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(১)
সূর্যের সিঁড়িতে দাঁড়িয়ে বালিকা
ঠোঁটের আঁচড়ের দাগ মুছে ফেলে লিপস্টিকের ছোঁয়ায়,
এমন ই সে -
চুম্বনের আনুপাতিকতায় দ্রবীভূত হয় না হৃদয়;

চন্দ্রের গর্ভে শরীর লুকিয়ে
তাকিয়ে থাকে জলের শরীরে,
বিচ্ছিন্ন দেহের ক্লান্তি জড়িয়ে...

(২)
আমাদের নৈমিত্তিক ব্যাবহার্য জিনিসের আড়ালে
লুকিয়ে থাকে পাপ।
সবুজ অন্ধকারের গা বেয়ে নেমে আসে সাপ
লিকলিকে শরীর আলিঙ্গনে জড়ায়
চুম্বনের শীতলতায় শুষে নেয় চঞ্চলতা ;

জোড়া ঠোঁটের সান্নিধ্যে বেড়ে উঠে আবিশ্বাস
পৈাণঃপৈাণিক ব্যাতিচারে ছড়িয়ে যায়।
আপসৃয়মান আলিঙ্গনের দূরত্ব বড়ো অসহ্য...।

সোডিয়াম আলোয় ঝকঝকে আকাশ
ঠোঁটের মাঝে দস্তার প্রলেপ
আবার শুরু নতুন জীবন।

(৩)

কালো জামদানীর খোলসে নীলাভ শরীরের আলোড়ন
রিকশার টুং টাং শব্দের বেজে যাওয়া অবিরাম,
চৈতালি হাওয়ার বয়ে যাওয়া, একটানা – একঘেয়ে,
নিস্তরঙ্গ দীঘির জলে ছিপ ফেলে অপেক্ষমান
আদিম শিকারি।

----আন্দালিব পান্থ


মন্তব্য

ক্রেসিডা এর ছবি

রঙ এবং তার কম্বিনেশন বোধহয় আপনার প্রিয় ভাবনাগুলোর মধ্যে একটা? আমার অনন্ত প্রিয় খুব। এক একটা রঙ খুব হিসেব করে ব্যবহার করার চিন্তা-ভাবনা, বা স্বকীয়তা আমার ভালো লাগে দেখবে বা করার চেষ্টা করতে।

ভালো লাগলো আপনার লেখা। আরো পড়ার অপেক্ষায় রইলাম।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

বিমুর্ত কিছু ভাবনাকে শব্দের শরীরে প্রকাশ করার অনন্ত চেষ্টা।কোনদিন সফল হবো কিনা জানিনা।

----আন্দালিব পান্থ

মরুদ্যান এর ছবি

৩ নং ভাল লাগল বেশি, যদিও কবিতা আমি খুব ভাল বুঝিনা। কয়েকটা বানান ভুল আছে,ধরিয়ে দিচ্ছি

ব্যাবহার্য --> ব্যবহার্য
পৈাণঃপৈাণিক--> পৌন:পুনিক
আপসৃয়মান--> অপসৃয়মান

লিখতে থাকুন।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ

অতিথি লেখক এর ছবি

পড়ে ভালোই লাগলো কিন্তু কবিতাতে বানান ভুল সহ্য করা খুব কঠিন। একটু সাবধানী হবেন!

দেব মুখার্জি
[db.dev.m@gmail.com]
--------------------------------------------------------------
দেব এর উঠোনফেইসবুকগুগলপ্লাস

অতিথি লেখক এর ছবি

সবসময় এই ভুলটা হয়েই যায়। পরবর্তীতে খেয়াল করতে হবে।
-----আন্দালিব পান্থ

মরুদ্যান এর ছবি

অভ্র স্পেল চেকার ব্যবহার করেন।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

তালগাছটা আপনাকে দিলাম
-সাত্তার হোসেন

আশরাফুল কবীর এর ছবি

নিস্তরঙ্গ দীঘির জলে ছিপ ফেলে অপেক্ষমান
আদিম শিকারি।

#অনেক সুন্দর লিখেছেন, ভাল লেগেছে-কবিতা চলুক বৃষ্টিধারার মতোন বাঘের বাচ্চা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।