প্রসংগ "রানা প্লাজা"

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৬/০৪/২০১৩ - ১০:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

"এখানে সামান্য প্লাস্টার খসে পরেছে,তেমন গুরুতর কিছু হয়নি।"
[ সাভার থানা নির্বাহী কর্মকর্তা; রানা প্লাজায় বিশাল ফাঁটল ধরা পরার পর দেখতে এসে]
"অন্যায় করে কেউ পার পাবে না,শাস্তি দেয়া হবে"
[স্থানিয় সাংসদ মুরাদ জং : ভবন মালিক সোহেল রানা কে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাচার করে মিডিয়ার সামনে]
"ঐ মানুষ গুলো মুল্যবান জিনিসপত্র সরিয়ে নিতে গিয়ে ভবনচাপা পড়েছে।"
[প্রধানমন্ত্রী শেখ হাসিনা]
"সরকার তত্বাবধায়ক সরকার দাবী মেনে নিলে এই দুর্ঘটনা ঘটতোনা"।
[বি চৌধুরী]
"কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে। ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সম্ভাব্য কারণ হতে পারে।"
[ম. খা. আলমগীর]
"এই আওয়ামী লীগের আমলে আল্লার গজব নেমে এসেছে। মানুষের সঙ্গে আপনারা প্রতারণা করেছেন। আপনাদের পাপে নিষ্পাপ মানুষগুলোমৃত্যুর কোলে ঢলে পড়ছে।"
[এম. কে. আনোয়ার]
"তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না করলে এমন ট্র্যাজেডি হতো না।"
[বদরুদ্দৌজা চৌধুরী]
"সাভারে আল্লাহর গজব পড়েছে ... আহমদ শফীর মুরিদ না হলে ফটিকছড়িও সাভারের চেয়ে ভয়াবহ গজব নাযিল হবে।"
[মাওলানা রুহী]
"এটা আযাবের একটি অংশ।"
[আহমদ শফী]

মন্তব্য: নিষ্প্রয়োজন

(সোহরাব হোসেন)


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভাঁড় একেকটা...
রেগে টং

সুবোধ অবোধ

পোকিয়াস_পোকা এর ছবি

গাধা

অতিথি লেখক এর ছবি

জানোয়ার একেকটা।।।।।।।।।।।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।