কৃষ্ণকলি - ২

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১০/০৯/২০০৭ - ৬:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সবাই যখন শেষ গোধূলী আলো
আমরা তখন নূতন ধারাপাত
আমরা তখন মত্ত শ্লোকে শ্লোকে
অংকে কাঁচার বৃথাই প্রাণপাত।

শংকা যখন লংকা দিয়ে যাচি
মেঘের দেশে কতক বসবাস
অন্য সকল কর্ম করি বৃথা
হৃদয়েতে হরেক চাষবাস।

নদীর কথা শুনি কিবা বলি
নদীর জলের অনেক কিছু জানি
আর সকলে বৃথাই করে কীসব
মত্তরা ব্যস্ নিজেই রাজা-রাণী।

আমরা ঝড়-বাতাসে অনড় থাকি বটে
আমরা নির্বিবাদে পথ মাড়িয়ে চলি
তবু আকাশ বেয়ে মেঘ হেঁটে যায় হৃদয়
তবু নিজের কথা নিজেই হেঁকে বলি।

আজও সেসব গল্প করা সাজে!
এসব সেসব নিত্য ফিরিস্ত?
নুতন করে যখন বিকাই হাটে
হাতে তখন হাজার বিরক্তি।

তাইতো আপন পথের ধারে
বুনি শতেক আঁধার-লতা
আমি পথ হাঁটি আর চলি
রচি আঁধার রাতের গাঁথা।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আরেকটি বেনামী কবিতা! হুমম চিন্তিত

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হাসান মোরশেদ এর ছবি

আরেব্বাস,দারুন ছন্দোময় । বাংলা কবিতায় ছন্দ আর লিরিকের সুসময় ফিরে আসছে নাকি?

সম্ভবতঃএই কবিরই আরেকটি কবিতা আছে এখানে
কৃষ্ণকলি-১

কবিকে অভিনন্দন ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

কৃষ্ণকলি-১ -এ আমার পরিচয় দিয়েছিলাম। তাই নূতন করে আর পরিচয় দিতে চাইনি।
যা হোক 'প্রমিত প্রবালের' আরেকটি অপচেষ্টা এটি।

হাসান মোরশেদকে বিশেষ ধন্যবাদ দারুন উৎসাহিত করবার জন্যে।

মাশীদ এর ছবি

ভাল লেগেছে।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

তারেক এর ছবি

ভীষণ ভাল লাগল।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।