অদৃশ্য আবহ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১০/০৯/২০০৭ - ৬:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নরকে নিশ্চুপ আরো কিছু

প্রহর কেটেছে ধ্যানে । মুক হতে হতে

বধির স্মৃতি আলেখ্য অনুগত হয় ক্রমে-

আদিম কাঙ্খিত দৃশ্যাবলী স্বচ্ছ :

প্রাগৈতিহাসিক রিপুর গরলে সিক্ত ক্রমাগত;

শেষ প্রহরের জোছনা নির্বাক

চেয়ে আছে অসম্ভাব্য অযুত জোয়ারের

একাকী হাওয়ায়; নদীর আড়ালে

অনাগত ভোরের কিছু শাব্দিক দ্যোতনা।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

যাক,অতিথি লেখকগনের কল্যানে আজ সচলায়তনে একসাথে বেশ কিছু কবিতা পড়া হলো ।

কবিগনকে অভিনন্দন ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধ্রুব হাসান এর ছবি

কবিকে ধন্যবাদ, তবে নামটা দেয়া থাকলে ভালো হতো। কি বলেন এরশাদ আলমগীর ভাই? ভাবছেন নামটা জানলাম কি করে? ভয় পাওয়ার কিছু নাই, আপনার কর্মই আপনার পরিচয় মানে আপনার কবিতা...আরো লেখা চাই জল্‌দি! ভালো থাকুন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।